উমেশ যাদবের কুইক ফায়ার! ১০ বলে ২৫ রান

ভারত বনাম বাংলাদেশ টেস্ট ম্যাচে বাংলাদেশকে দুরমুশ করেছে ভারতীয় বোলাররা এবং ব্যাটসম্যানরা। খুব সহজেই ভারতীয় দল টেস্ট ম্যাচ জিতে নিয়েছে একটি ইনিংস সহ ১৩০ রানে। টসে জিতে প্রথমে বাংলাদেশ ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে তারা ১৫০ রানে গুটিয়ে যায় ভারতীয় আগুন বোলিং এর সামনে। এরপর ব্যাট করতে নামে ভারতীয় দুই ওপেনার রোহিত শর্মা এবং মায়ানক আগারওয়াল।

Image

ব্যাট করতে নেমেই খুব তাড়াতাড়ি প্যাভিলিয়নে ফিরে যান রোহিত শর্মা। এরপর ব্যাট করতে নামেন চেতেশ্বর পুজারা, দ্রুতগতিতে রান করতে থাকেন। আউট হলে বিরাট কোহলি শূন্য রানে ফিরে যান। এরপর আসেন অজিঙ্কা রাহানে তাকে নিয়ে মায়ানক আগারওয়াল ২৪৩ রানের একটি স্মরণীয় ইনিংস খেলেন। সেই সাথে রবীন্দ্র জাদেজা ৬০* রানে অপরাজিত থাকেন। সবাই যখন মায়ানক আগারওয়াল এর ডাবল সেঞ্চুরি প্রশংসা করছিলেন তখনই ব্যাট করতে নামেন ভারতীয় বোলার উমেশ যাদব। তার ব্যাট থেকে আসে কুইক ফায়ার একটি ছোট ইনিংস।

Image

অনেকেই প্রশ্ন তুলেছেন তাহলে কি আইপিএলের আরসিবি দলের জন্য উমেশ যাদব পুরোপুরি তৈরি হয়ে উঠেছেন একজন ব্যাটসম্যান হিসেবে? তার ছক্কা গুলি দেখলে বোঝা যাবে তিনি পুরোপুরি ব্যাটসম্যান হয়ে উঠেছেন। গত দক্ষিণ আফ্রিকার সিরিজেও দেখা গিয়েছে তার ব্যাট থেকে কুইক ফায়ার। পাঁচটি ছক্কা মেরে ১০ বলে ৩১ রানের একটি ঝড়ো ইনিংস খেলেছিলেন। আবার এদিন দেখা গেল একই ভঙ্গিতে তাকে ছক্কা হাঁকাতে। ৩টি ছক্কা হাঁকিয়ে ও একটি চারের সাহায্যে ১০ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন উমেশ যাদব। পরদিন ভারত ডিক্লেয়ার ঘোষণা করে দেয়।

দেখে নিন উমেশ যাদবের কুইক ফায়ার!