GK : কোন দেশে পাকিস্তানিদের যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ, যে দেশটি ভারতের ‘পরম বন্ধু’?

ভারতের এই ‘পরম বন্ধু’ দেশে পাকিস্তানিদের যাওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ

General Knowledge Quiz : আজকাল ছাত্র-ছাত্রীরা বেশিরভাগ পড়াশোনা অনলাইনের উপর নির্ভর করে। এমনকি প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রেও তারা অনলাইনে বিভিন্ন কুইজ, মক টেস্ট ও কারেন্ট অ্যাফেয়ার্সগুলি জানার চেষ্টা করে। তেমনি এই প্রতিবেদনেও কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হলো, যা হয়তো আগে কখনো শোনেননি।

১) প্রশ্নঃ জানেন ভারতের কোন শহরটি ২৪ ঘন্টার জন্য দেশের রাজধানী হয়েছিল?
উত্তরঃ এলাহাবাদ, যা বর্তমানে প্রয়াগরাজ নামে পরিচিত। ১৮৫৮ সালে এই শহরটিকে একদিনের জন্য দেশের রাজধানী করা হয়েছিল।

২) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যের সর্বাধিক সংখ্যক বিদ্যালয় রয়েছে?
উত্তরঃ বিহারে সর্বাধিক সংখ্যক বিদ্যালয় রয়েছে।

৩) প্রশ্নঃ বিশ্বের কোন দেশটি পৃথিবীর একেবারে কেন্দ্রীয় অবস্থিত?
উত্তরঃ আফ্রিকার ঘানা দেশটি পৃথিবীর কেন্দ্রের সবচেয়ে কাছে অবস্থিত।

৪) প্রশ্নঃ আলেকজান্ডার ফ্লেমিং কী আবিষ্কার করেছিলেন?
উত্তরঃ বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং ১৯২৮ সালে পেনিসিলিন আবিষ্কার করেছিলেন।

৫) প্রশ্নঃ ভারতের কোন শহরটি নীল শহর বা ব্লু সিটি নামে পরিচিত?
উত্তরঃ রাজস্থানের যোধপুর শহরটি ভারতের নীল শহর বা ব্লু সিটি নামে পরিচিত।

৬) প্রশ্নঃ কোন বছর থেকে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচগুলি ৬০ ওভার থেকে কমিয়ে ৫০ ওভার করা হয়েছিল?
উত্তরঃ ১৯৮৭ সালের বিশ্বকাপের ম্যাচগুলি ৬০ ওভার থেকে কমিয়ে ৫০ ওভার করা হয়েছিল।

৭) প্রশ্নঃ কোন গাছের কাঠ পোড়ানো যায় না?
উত্তরঃ কলা গাছের কাঠ একমাত্র কাঠ যাকে পোড়ানো যায় না।

৮) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক প্রাণী রয়েছে?
উত্তরঃ আসলে মধ্যপ্রদেশে বন জঙ্গলের পরিমাণ সবচেয়ে বেশি, তাই এখানে স্বাভাবিকভাবে সর্বাধিক সংখ্যক প্রাণী রয়েছে।

৯) প্রশ্নঃ কোন দেশে পাকিস্তানিদের যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ, যে দেশটি ভারতের ‘পরম বন্ধু’?
উত্তরঃ আসলে, পাকিস্তানিদের ইজরায়েল (Israel) দেশে যাওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ। জেনে অবাক হবেন, পাকিস্তানের পাসপোর্ট এর উপর লেখা আছে যে এই পাসপোর্ট ইসরাইল ছাড়া গোটা বিশ্বের জন্য বৈধ।

Image

১০) প্রশ্নঃ ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি?
উত্তরঃ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল। এর মোট আয়তন ৮,২৪৯ বর্গকিমি এবং এটি বঙ্গোপসাগরে অবস্থিত।