GK : পুরুষের অভাবে কোন দেশের মহিলারা বিয়ের জন্য আকুল হয়ে রয়েছে?

বিশ্বের কোন জায়গায় একজনও পুরুষ নেই, মেয়েরা বিয়ের জন্য আকুল হয়ে রয়েছে?

General Knowledge Quiz : লিখিত পরীক্ষা হোক বা ইন্টারভিউ যে কোন ক্ষেত্রে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি করা হয়। এর মাধ্যমে ওই প্রার্থীর নলেজ কতটা ভালো তা জানা যায়। তাই মেধাবী ছাত্রছাত্রীরা নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স ও সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি জানার চেষ্টা করে। এই প্রতিবেদনে তেমনি কিছু আকর্ষণীয় প্রশ্নের উত্তর নিয়ে আসা হল এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ সবচেয়ে সুন্দর প্রজাতির ঘোড়া কোনটি?
উত্তরঃ ঘোড়ার সবচেয়ে সুন্দর প্রজাতি আখাল টেকে নামে পরিচিত। এটি তুর্কমেনিস্তানের কারাকুম মরুভূমিতে পাওয়া যায়।

২) প্রশ্নঃ চলচ্চিত্র জগতের প্রথম ব্যক্তি কে ভারতরত্ন সম্মানে ভূষিত হন?
উত্তরঃ সত্যজিৎ রায়।

৩) প্রশ্নঃ বলুন তো, পৃথিবীর সবচেয়ে সুখী দেশ কোনটি?
উত্তরঃ বিশ্বের সবচেয়ে সুখী দেশ হল ফিনল্যান্ড।

৪) প্রশ্নঃ কোন দেশে হাজার হাজার মানুষের ABCDE নাম আছে?
উত্তরঃ আমেরিকায় হাজার হাজার মানুষের ABCDE নাম আছে।

৫) প্রশ্নঃ একজন মানুষ কত দিন না ঘুমিয়ে বেঁচে থাকতে পারে?
উত্তরঃ একজন মানুষ না ঘুমিয়ে সর্বোচ্চ ১২ দিন বেঁচে থাকতে পারে।

Image

৬) প্রশ্নঃ ভারত কখন হকিতে প্রথম অলিম্পিক স্বর্ণপদক জিতেছিল?
উত্তরঃ ১৯২৮ সালে।

৭) প্রশ্নঃ কোন পাখি আয়নায় নিজেকে চিনতে পারে?
উত্তরঃ কবুতর আয়নায় নিজেকে চিনতে পারে।

৮) প্রশ্নঃ ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়?
উত্তরঃ ড. বি. আর. আম্বেদকরকে ভারতের সংবিধানের জনক বলা হয়।

৯) প্রশ্নঃ বলুন তো, এমন কী জিনিস যা যতই পরিষ্কার করা হোক না কেন কালোই থেকে যায়?
উত্তরঃ ব্ল্যাক বোর্ড।

Image

১০) প্রশ্নঃ পুরুষের অভাবে কোন দেশের মহিলারা বিয়ের জন্য আকুল হয়ে রয়েছে?
উত্তরঃ ব্রাজিলে নোইভা ডো কোরডোইরো (Noiva do Cordeiro) নামে একটি গ্রাম রয়েছে, যেখানে প্রায় ৬০০ জন অবিবাহিত মহিলা বাস করেন। কিন্তু সেখানে একজনও পুরুষ নেই, তাই তারা বিয়ের জন্য আকুল হয়ে রয়েছে।