আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা পাঁচটি বোলিং ফিগার, তালিকায় রয়েছেন দু’জন ভারতীয়

বর্তমানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটসম্যানেরা বোলারদের ন্যূনতম সম্মানটুকু রাখে না। তবে ব্যতিক্রমীভাবে কয়েকজন বোলার রয়েছেন যাদের বোলিংয়ে কাছে কোন কোন দিন মাথানত করেছেন ব্যাট হাতে শাসন করা খেলোয়াড়রা। এই প্রতিবেদনে এমন পাঁচটি সেরা বোলিং ফিগারের কথা বলা হয়েছে, যা সত্যি আশ্চর্যজনক। ভবিষ্যতে আর কেউ এই রেকর্ড ভাঙতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। উল্লেখ্যভাবে শীর্ষ ৫ জনের তালিকায় তালিকায় দু’জন ভারতীয়।

৫) অ্যাস্টন অ্যাগার: ৬-৩০ উইকেট

Ashton Ager and Mitchell Santner explode a mysterious spinner myth - Sydney News Today

চলতি বছরে অস্ট্রেলিয়ার স্পিনার অ্যাস্টন অ্যাগার নিউজিল্যান্ডের বিপক্ষে ৩০ রানে ৬টি উইকেট তুলে নেন। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ২০৮ রান তোলে। জবাবে কিউই দল অ্যাস্টন আগারের দাপটে মাত্র ১৪৪ রানে গুটিয়ে যায়।  

৪) যুজবেন্দ্র চাহাল: ৬-২৫ উইকেট

Yuzvendra Chahal to seek Narendra Hirwani's help after IPL to prepare for England tour

২০১৭ সালে বেঙ্গালুরুতে ইংল্যান্ডের বিপক্ষে ভারতীয় লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল ২৫ রানে ৬টি উইকেট নিয়েছিলেন। ভারতীয় দল প্রথমে ব্যাট করে ২০২ রান খাড়া করে। জবাবে ইংলিশ ব্যাটসম্যানেরা চাহালের ঘূর্ণিতে মাত্র ১২৭ রানে মুখ থুবড়ে পড়ে।

৩) অজন্তা মেন্ডিস: ৬-১৬ উইকেট

Jonathan Liew: The Mysterious Tale Of Ajantha Mendis | Wisden Cricket

২০১১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার স্পিনার অজন্তা মেন্ডিস ১৬ রানে ৬টি উইকেট তুলে নেন। শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে ১৫৭ রান তোলে। এরপর দ্বিতীয় ইনিংসে শেষ পর্যন্ত টানটান উত্তেজনা হয়। অজন্তা মেন্ডিসের দুর্ধর্ষ বোলিংয়ের দাপটে মাত্র ৮ রানের জন্য পরাজিত হয় অস্ট্রেলিয়া। 

২) অজন্তা মেন্ডিস: ৬-৮ উইকেট

Top Sri Lanka cricketers to resume action with PDC T10 league starting June 25 | Cricket News – India TV

বিশ্বের একমাত্র বোলার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ছয় উইকেট নিয়ে এক বিরল কৃতিত্ব অর্জন করেছেন অজন্তা মেন্ডিস। ২০১২ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তিনি ৮ রানে ৬টি উইকেট নিয়েছিলেন। শ্রীলংকা দল প্রথমে ব্যাট করে ১৮২ রান তোলে। জবাবে জিম্বাবুয়ে দল মাত্র ১০০ রানে গুটিয়ে যায়।

১) দীপক চাহার: ৬-৭ উইকেট

India vs Bangladesh: Twitter toasts to Deepak Chahar's record figures after T20I series win

টি-টোয়েন্টির ইতিহাসে এখনও পর্যন্ত সেরা বোলিং রেকর্ডটি রয়েছে দীপক চাহারের নামে। ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিকসহ ৩.২ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন। ভারতীয় দল প্রথমে ব্যাট করে ১৭৪ রান তোলে। জবাবে বাংলাদেশ দীপক চাহারের দাপটে ১৪৪ রানে গুটিয়ে যায়।