ওয়ানডেতে রান চেস করতে নেমে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন যে ১০ ব্যাটসম্যান

বড় রানের লক্ষ্যমাত্রা নিয়ে যখন ব্যাটসম্যানেরা রান দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেন তখন তাদের একমাত্র লক্ষ্য থাকে শেষ পর্যন্ত টিকে থেকে দলকে জেতানো। বেশিরভাগ ক্ষেত্রেই তারা ব্যর্থ হন আবার কেউ কেউ শেষ পর্যন্ত টিকে থেকে সাফল্য পান।   

তবে আজকের প্রতিবেদন রয়েছে, ODI-তে চেস করতে নেমে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন যে ১০ ব্যাটসম্যান; এবার তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক:-

১০) শচীন টেন্ডুলকার: ১৭৫ রান

On This Day: Sachin Tendulkar scored 175 v mighty Aussie bowling ...

অস্ট্রেলিয়ার বিপক্ষে শচীন টেন্ডুলকারের লড়াকু ১৭৫ রানের ইনিংসটি ভোলার নয়। একা হাতেই ম্যাচকে জয়ের দিকে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ভারতীয় দল মাত্র ৩ রানে হেরে যায়।

৯) হার্সেল গিবস: ১৭৫ রান

Cricket News | Herschelle Gibbs to Donate His Bat From South ...

সচিন টেন্ডুলকারের ১৭৫ রানের ইনিংসটি ব্যর্থ হলেও, অস্ট্রেলিয়ার বিপক্ষে হার্সেল গিবস এর বিধ্বংসী ১১১ বলে ১৭৫ রানের ইনিংসটি সফল হয়। ৪৩৫ রানের বড় লক্ষ্যমাত্রা নিয়েও দক্ষিণ আফ্রিকা জয়ী হয়।

৮) কুইন্টন ডি কক: ১৭৮ রান 

Quinton de Kock scores 178 in South Africa's six wicket win over ...

২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১৩ বলে ১৭৮ রানের বিস্ফোরক ইনিংস খেলেছিলেন কুইন্টন ডি কক। তার এই ইনিংসের সাজানো ছিল ১৬টি চার এবং ১১টি ছক্কা এবং দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে জয়ী হয়।

৭) জেসন রয়: ১৮০ রান

Shane Warne Questioned The Worst Performance Of Aussie & Got Thrashed Brutally By The Fans !! : HILARIOUS !! | Chennai Memes

২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআই ম্যাচে ১৫১ বলে ১৮০ রানের বিখ্যাত ইনিংস খেলেছিলেন। ইংল্যান্ড ৩০৫ রানের লক্ষ্যমাত্রা নিয়ে সহজেই জয়ী হয়। 

৬) মার্টিন গাপটিল: ১৮০* রান

Stats: Martin Guptill breaks Shahid Afridi's record of being fastest to 150 ODI sixes

মার্টিন গাপটিল হলেন একমাত্র খেলোয়াড় যিনি আইসিসি ওয়ার্ল্ড কাপের ইতিহাসে নকআউট পর্বে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। এরপরে ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি ১৩৮ বলে ১৮০* রানে অপরাজিত থেকে দলকে জেতান। 

৫) রস টেইলর: ১৮১* রান

Cricket news: New Zealand batsman Ross Taylor quietly becomes an ...

এই তালিকায় রয়েছেন আরও এক কিউই ব্যাটসম্যান রস টেইলর। যিনি ইংল্যান্ডের বিপক্ষে ১৮১* রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে ছিলেন।

৪) বিরাট কোহলি: ১৮৩ রান

When Chase Master Kohli crushed Pakistan

২০১২ সালে এশিয়া কাপের নক আউট ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বিরাট কোহলি ১৪৮ বলে ১৮৩ রানের অসাধারন ইনিংস খেলেছিলেন। যার ফলে ভারতীয় দল খুব সহজেই ম্যাচটি জিতে যায়।

৩) মহেন্দ্র সিং ধোনি: ১৮৩* রান

It was like he had tasted blood': Ashish Nehra recalls MS Dhoni's first international century | Cricket News – India TV

২০০৫ সালে শ্রীলংকার বিপক্ষে মহেন্দ্র সিং ধোনি ১৪৫ বলে ১৮৩* রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে জিতিয়েছিলেন, তখন তার কেরিয়ার কেবলে শুরুর দিকে ছিল। তার এই ইনিংসের সাজানো ছিল ১৫টি চার ও ১০টি ছক্কা।

২) শেন ওয়াটসন: ১৮৫* রান

Shane Watson left out of Australia ODI squad for India series | Cricket News | Sky Sports

অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটসম্যান শেন ওয়াটসন ২০১১ সালে বাংলাদেশ বিপক্ষে মাত্র ৯৬ বলে ১৮৫* রানের দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন। তার এই ইনিংসে সাজানো ছিল ১৫টি চার এবং ১৫টি ছয়। ২৩০ রানের টার্গেটটি মাত্র ২৬ ওভারেই চেস করে নেয়।   

১) ফখর জামান: ১৯৩ রান

Fakhar Zaman run out on 193 after 'fake fielding' by Quinton de Kock but won hearts | Current Affairs Pakistan

সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানি ওপেনার ফখর জামান ৩৪২ রান তাড়া করতে নেমে শেষ পর্যন্ত একাই লড়ে যান এবং ১৯৩ রানে রান আউট হন। প্রসঙ্গত, তিনিই একমাত্র পাকিস্তানি ব্যাটসম্যান যার ওয়ানডে ম্যাচে ডাবল সেঞ্চুরি রয়েছে।