২০১১ আইসিসি ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ রান করেছিলেন যে ৫ ভারতীয় ব্যাটসম্যান

২০১১ বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কা দলকে হারিয়ে ভারতীয় দল চ্যাম্পিয়ন হয় — সেই স্মৃতি আজও তাজা। এই টুর্নামেন্টে প্রতিটি ভারতীয় ব্যাটসম্যান অসাধারণ পারফরম্যান্স করেন। সারা টুর্ণামেন্টে ধোনির ব্যাট শান্ত থাকলেও বাজিমাত করেছিলেন ফাইনালের রাতে। গৌতম গম্ভীর (৯৭) এবং ধোনির ৯১* রানের ঐতিহাসিক ইনিংসের দৌলতে ভারতীয় দল বিশ্বকাপ জয়ের স্বাদ পায়। এবার জেনে নেওয়া যাক  ২০১১ বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহকারী ৫ ব্যাটসম্যানের সম্পর্কে:-

৫) বিরাট কোহলি: ২৮২ রান

Virat Kohli was potentially a great player in 2011 and he is...": Gary Kirsten | Cricket News – India TV

২০১১ বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে বিরাট কোহলি সেঞ্চুরি করেন এবং ফাইনালে তার ৩৫ রানের ইনিংসটিও খুবই গুরুত্বপূর্ণ ছিল। গোটা টুর্নামেন্টের বিরাট মোট ৯ ম্যাচে ৩৫.২৫ গড় নিয়ে ২৮২ রান করেছিলেন। যার মধ্যে ছিল ১টি সেঞ্চুরি ও ১টি হাফসেঞ্চুরি। 

৪) যুবরাজ সিং: ৩৬২ রান

Yuvraj Singh announces retirement from international cricket, IPL

২০১১ বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর ছিলেন যুবরাজ সিং এবং তাকে ম্যান অব দ্যা টুর্নামেন্ট ঘোষণা করা হয়। যুবরাজ ৯ ম্যাচে ৯০.৫ গড় নিয়ে ৩৬২ রান করেছিলেন। যার মধ্যে ছিল ১টি সেঞ্চুরি ও ৪টি হাফসেঞ্চুরি। এছাড়াও তিনি বল হাতে ১৫টি উইকেট নিয়েছিলেন। 

৩) বীরেন্দ্র শেহবাগ: ৩৮০ রান

INDIA INDA WORLD: India vs Bangladesh Highlights Cricket World Cup 2011

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের বিপক্ষে বিধ্বংসী বীরেন্দ্র শেহবাগ ১৭৫ রানের বড় ইনিংস খেলেছিলেন। শেহবাগ ৮ ম্যাচে ৪৭.৫ গড় নিয়ে ৩৮০ রান করেছিলেন। যার মধ্যে ছিল ১টি সেঞ্চুরি ও ১টি হাফসেঞ্চুরি।

২) গৌতম গম্ভীর: ৩৯৩ রান

If I got 97, I was supposed to... didn't do any favours to anyone': Gatuam Gambhir on India's 2011 World Cup win | Cricket - Hindustan Times

ফাইনালে শুরুতেই শেহবাগ ও শচীনের উইকেট পড়তেই ম্যাচের হাল ধরেছিলেন গৌতম গম্ভীর। তার ৯৭ রানের ইনিংসটি অন্যতম সেরা ইনিংস হিসেবে ধরা হয়। গম্ভীর ৯ ম্যাচে ৪৩.৬৬ গড় নিয়ে ৩৯৩ রান করেছিলেন। যার মধ্যে ছিল ৪টি হাফসেঞ্চুরি ও সর্বোচ্চ স্কোর ৯৭ রান।

১) শচীন টেন্ডুলকার: ৪৮২ রান 

Sport does not recognise anything other than on-field performance: Tendulkar | Deccan Herald

“ক্রিকেট ঈশ্বর” শচীন টেন্ডুলকারের স্বপ্ন পূরণ হয় ২০১১ বিশ্বকাপ জিতে। পুরো টুর্নামেন্টে তিনি সেরা ফর্মে ছিলেন। যদিও ফাইনাল ম্যাচে তার (১৮) দ্রুত আউট হয়ে যাওয়া প্রতিটি ভারতবাসীর হৃদয় ভেঙে ছিল। শচীন৯ ম্যাচে ৫৩.৫৫ গড় নিয়ে ৪৮২ রান করেছিলেন। যার মধ্যে ছিল ২টি সেঞ্চুরি ও ২টি হাফসেঞ্চুরি।