৯০ দশকের এই তিন খেলোয়াড় এখনও আন্তর্জাতিক ক্রিকেটের সাথে যুক্ত

একজন খেলোয়াড়ের সর্বোচ্চ ফিটনেসের প্রয়োজন হয়। নব্বই দশকে বহু ক্রিকেটার ক্যারিয়ার শুরু করেছিলেন, তবে সময়ের সাথে সাথে তারা ক্রিকেটকে বিদায় জানিয়েছেন কিন্তু এখনও হাতে গোনা কয়েকজন ক্রিকেটার রয়েছেন যাদের কাছে বয়স কেবল একটি সংখ্যা মাত্র। তবে তারাও শীঘ্রই অবসর ঘোষণা করতে পারেন।

আজকের প্রতিবেদনে রয়েছে, ৯০ দশকে ক্যারিয়ার শুরু করেও এখনো আন্তর্জাতিক ক্রিকেটের সাথে যুক্ত রয়েছেন যে তিন ক্রিকেটার, চলুন তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক –

১) ক্রিস গেইল:

Cricket: Chris Gayle slams 'snake' former teammate Sarwan

১৯৯৯ সালে ক্যারিবিয়ান তারকা ভারতের বিরুদ্ধে অভিষেক করেছিলেন এবং ১ রানেই ফিরে যেতে হয়। এরপরে ক্রিস গেইল ওয়েস্ট ইন্ডিজের হয়ে ভরসাযোগ্য ও মারকুটে ওপেনার হয়ে ওঠেন।

এখনো তিনি টি-টোয়েন্টি ক্রিকেটের সাথে যুক্ত রয়েছেন। তার বয়স ৪০ পেরোলেও আরো মুষ্টিমেয় হয়ে উঠেছেন এবং যেকোনো দিন বোলারদের রাতের ঘুম কেড়ে নিতে পারেন। সমস্ত টি-টোয়েন্টি ক্রিকেট মিলিয়ে তিনি ১৪ হাজার রান করেছেন। এছাড়াও তিনি ১০০০টির বেশি ছক্কা হাঁকিয়েছেন। 

২) শোয়েব মালিক:

ENG v PAK 2020: Shoaib Malik expected to join Pakistan squad by August 15

১৯৯৯ সালে মাত্র ১৭ বছর বয়সে একজন স্পিন বোলার হিসেবে পাকিস্তানী দলে যোগদান করেছিলেন শোয়েব মালিক। শেষের দিকে তার ব্যাট করা দেখে দলের কোচ তাকে টপ অর্ডারে ব্যাট করার সুযোগ করে দেন আর এরপরেই তিনি হয়ে ওঠেন পাকিস্তানি দলের অন্যতম সেরা ব্যাটসম্যান তথা অলরাউন্ডার।

এখনো তিনি পাকিস্তানি দলের হয়ে খেলছেন। পরিসংখ্যানের কথা বললে, আন্তর্জাতিক মোট ১২টি সেঞ্চুরি সহ ১১ হাজারেরও বেশি রান করেছেন এবং ২০০টির বেশি উইকেট রয়েছে।

৩) হরভজন সিং:

Harbhajan Singh apologises for Instagram post on Jarnail Bhindranwale: Will never support anything anti-India - Sports News

১৯৯৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হরভজন সিং অভিষেক করেছিলেন। তার স্পিনের ঘূর্ণিতে বিশ্বের তাবড় তাবড় ব্যাটসম্যানদের নাজেহাল করে ছেড়েছেন। অনিল কুম্বলের সাথে জুটি বেঁধে ভারতীয় দলকে অনেক ম্যাচ জিতিয়েছেন।

তবে অশ্বিন-জাদেজার উত্থানের পরেই তার জায়গা ধীরে ধীরে ক্ষীণ হয়ে যায়। এমন পরিস্থিতিতে তার জাতীয় দলে প্রত্যাবর্তন করা প্রায় অনিশ্চিত। শেষবার ২০১৫ সালে তাকে নীল জার্সিতে খেলতে দেখা গিয়েছিল।