তিন ভারতীয় খেলোয়াড় যাদের দক্ষিণ আফ্রিকা সফর ক্যারিয়ারের শেষ বলে প্রমাণিত হতে পারে

আসন্ন টেস্ট ও ওয়ানডে সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকায় সফর করবে ভারতীয় দল। বিসিসিআইয়ের তরফ ১৮ জন দল বেছে নেওয়া হয়েছে। এই সিরিজে রোহিত শর্মা, কে এল রাহুল ও ইশান্ত শর্মার মত অভিজ্ঞ খেলোয়াড়রা দলে ফিরেছেন। আর একই সাথে কিছু খেলোয়াড়ের দক্ষিণ আফ্রিকা সফর তাদের ক্যারিয়ারের জন্য শেষ বলে প্রমাণিত হতে পারে। আসলে কিছু সময় ধরে তাদের পারফরম্যান্স একেবারে হতাশাজনক।

১) আজিঙ্কা রাহানে:

Data check: Ajinkya Rahane's numbers (the ones he wants you to check out or  maybe not)

এই তালিকায় প্রথম নামটি উঠে এসেছে টেস্ট দলের প্রাক্তন সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানে। দীর্ঘদিন ফর্মে না থেকেও আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দলে জায়গা পেয়েছেন। চলতি বছরে তিনি ১২টি টেস্টে ১৯.৫৭ গড়ে ৪১১ রান করেছেন। সুতরাং এবারে তিনি ব্যর্থ হলে আসন্ন সফর তার ক্যারিয়ারের শেষ বলে প্রমাণিত হতে পারে। তবে দক্ষিণ আফ্রিকার মাটিতে রাহানের রেকর্ড খুবই ভালো। এখনও পর্যন্ত রাহানে ১০টি টেস্টে ৫৭.৫৪ গড়ে ৭৪৭ রান করেছেন। যার মধ্যে রয়েছে তিনটি সেঞ্চুরি এবং বেশ কয়েকটি হাফ সেঞ্চুরি।

২) চেতেশ্বর পুজারা:

India vs New Zealand, second Test: Cheteshwar Pujara needs to get out of  his comfort zone

এই তালিকায় দ্বিতীয় নামটি এসেছে ভারতীয় দলের অভিজ্ঞ খেলোয়াড় চেতেশ্বর পূজারার। ২০১০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে অভিষেক করা চেতেশ্বর পুজারার বর্তমান বয়স ও ফর্ম বিবেচনা করলে এটি তার শেষবারের দক্ষিণ আফ্রিকা সফর শেষ হতে চলেছে বললে ভুল হবে না। এখনও পর্যন্ত চেতেশ্বর পুজারা দক্ষিণ আফ্রিকার মাটিতে ৭টি টেস্টে প্রায় ৩২ গড়ে ৪১১ রান করেছেন। যার মধ্যে দুটি হাফ সেঞ্চুরি ও একটি সেঞ্চুরি রয়েছে। ২০১৩ সালে ওয়ান্ডার্সের মাঠে তিনি ২৭০ বলে ১৫৩ রানের একটি দুরন্ত ইনিংস খেলেছিলেন।

৩) ইশান্ত শর্মা:

Gillespie gave me solutions: Ishant Sharma on how he improved after county  stint at Sussex

এই তালিকায় শেষ নামটি এসেছে ভারতীয় দলের অভিজ্ঞ ফাস্ট বোলার ইশান্ত শর্মার। ২০০৭ সালে টেস্ট দলের অভিষেক করা এই ক্রিকেটারের বর্তমান বয়স ও ফিটনেসর দিক দিয়ে বিবেচনা করলে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ তার শেষ সফর হতে চলেছে। এই ৩৩ বছর বয়সী ভারতীয় বোলার দক্ষিণ আফ্রিকার মাটিতে ৭টি টেস্ট ম্যাচে মোট ২০টি উইকেট নিয়েছেন। এখনও পর্যন্ত ইশান্ত শর্মা তার টেস্ট ক্যারিয়ারে ১০৫টি ম্যাচে ৩১১টি উইকেট নিতে সক্ষম হন। সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরোয়া সিরিজের প্রথম টেস্টে সুযোগ পেয়েও ব্যর্থ হন ও দ্বিতীয় টেস্টে দুর্বল ফিটনেসের কারণে দলে জায়গা করতে পারেননি।