৩ ভারতীয় ক্রিকেটার যারা ধোনির আগে জাতীয় দলে পা রেখেছিলেন, কিন্তু এখনও অবসর নেন নি

মহেন্দ্র সিং ধোনি তিনি তার ১৬ বছরের ক্রিকেট কেরিয়ারে অনেক স্মরণীয় ম্যাচ ভারতীয় দলকে উপহার দিয়েছেন এবং প্রচুর সাফল্যও অর্জন করেন। জানিয়ে রাখি, ২০০৪ সালে ডিসেম্বর মাসে তিনি বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছিলেন।  

তবে ভারতীয় দলে এমন তিন খেলোয়াড় রয়েছেন যারা মহেন্দ্র সিং ধোনির আগে অভিষেক করেছিলেন কিন্তু এখনো অবসর নেন নি। এবার তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক:- 

১) হরভজন সিং:

ভারতীয় অফ স্পিনার হরভজন সিং ১৯৯৮ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচে অভিষেক করেন। এমনকি ওই বছরই অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেক ঘটে তার।

Harbhajan Singh Slams Shahid Afridi Over PM Modi Remarks

হরভজন ভারতীয় দলের হয়ে ১০৩ টেস্ট, ২৩৬ ওয়ানডে এবং ২৮ টি-টোয়েন্টি ম্যাচে প্রতিনিধিত্ব করেন। যথাক্রমে টেস্টে ৪১৭ উইকেট, ওয়ানডেতে ২৬৯ উইকেট এবং টি-টোয়েন্টিতে ২৫টি উইকেট নিয়েছেন।  

Harbhajan Singh's controversial tweet about Pakistan generates rage on social media - IBTimes India

সর্বশেষ তিনি ২০১৫ সালে মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলেছিলেন। এরপর আর কখনোই জাতীয় দলে ফিরতে পারেনি। তবে এখনো তিনি আইপিএলে খেলা চালিয়ে যাচ্ছেন। 

২) অমিত মিশ্র:

অমিত মিশ্র ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ম্যাচে অভিষেক করেন।ভারতীয় দলের অন্যতম সেরা লেগ-স্পিনার হিসেবে তিনি সুনাম অর্জন করেছেন। তবে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলেন ২০১৭ সালে। 

Cricket's Lost Talent! Amit Mishra, bowls perfect leg break but left alone for most of his career

অমিত মিশ্র তার শেষ ওয়ানডে ম্যাচে ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন। একই সাথে ওই সিরিজে ‘ম্যান অব দ্যা সিরিজ’ও হয়েছিলেন। তবে দুঃখের বিষয় এই ম্যাচের পরে তিনি আর কখনোই ভারতীয় দলে খেলার সুযোগ পাননি।  

I don't know why I am out of the team' - Amit Mishra takes a dig at selectors for lack of communication | Cricket News

যুজবেন্দ্র চাহাল এবং কুলদীপ যাদবের মতো স্পিনারদের আগমনের পরে জাতীয় দলে ফেরা তার পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে। তবে তিনি এখনও অবসর ঘোষণা করেননি। 

৩) দীনেশ কার্তিক:  

দিনেশ কার্তিকও আন্তর্জাতিক ক্রিকেটে ধোনির আগে পা রেখেছিলেন। ২০০৪ সালে নভেম্বর মাসে তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক করেন। 

World Cup win just round the corner for India' – Dinesh Karthik

কার্তিকের বয়স এখন ৩৬ বছর। তিনি এখনও ভারতীয় দলে সুযোগের প্রত্যাশায় রয়েছেন। ভারতের হয়ে তিনি ২৬টি টেস্টে ১০২৫ রান, ৯৪টি ওডিআইতে ১৭৫২ রান এবং ৩২টি টি-টোয়েন্টি ম্যাচে ৩৯৯ রান করেছেন।