ODI-তে এক ওভারে সর্বাধিক রান হাঁকিয়েছেন এই ৬ ভারতীয় ব্যাটসম্যান

ভারতীয় ব্যাটসম্যানেরা বিশেষ উন্নতি লাভ করেছে ক্রিকেটে। কখনো কখনো তারা আবার এক ওভারে ম্যাচের রং পরিবর্তন করে দিয়েছে অর্থাৎ সেই ওভারে বোলারদের বেধড়ক ঠেঙ্গিয়ে সর্বাধিক রান হাঁকিয়েছেন। আজকের প্রতিবেদনে, ভারতীয় ব্যাটসম্যানদের এক ওভারে নেওয়া সর্বাধিক রান সম্পর্কে জেনে নেওয়া যাক।

৬) রোহিত – আইয়ার (২৬ বনাম শ্রীলঙ্কা)

Game of Thrones: Song of Iyer and Ice- The New Indian Express

২০১৭ সালে মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি ওভারে রোহিত শর্মা-শ্রেয়াস আইয়ারের জুটি ২৬ রান ওঠে। সুরাঙ্গা লকমলের এই ওভারে রোহিত শর্মা ৪টি ছক্কা হাঁকিয়েছিলেন।

৫) রোহিত শর্মা (২৬ রান বনাম অস্ট্রেলিয়া)

India vs West Indies, 5th ODI: Rohit Sharma fastest to 200 ODI sixes

২০১৩ সালে ব্যাঙ্গালোরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিত শর্মা এক ওভারে ২৬ রান নিয়েছিলেন। অজি স্পিনার জাভিয়ার ডোহার্টিকে এই ওভারে ৩টি ছক্কা এবং ২টি চার মারেন তিনি।

৪) বীরেন্দ্র শেহবাগ (২৬ বনাম শ্রীলঙ্কা)

A BATTING WITH BIMAL BREAKING REPORT: Virender Sehwag still ...

২০০৫ সালে কলোম্বতে শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি ওভারে বীরেন্দ্র শেহবাগ একাই ২৬ রান নিয়েছিলেন। শ্রীলঙ্কান ফাস্ট বোলার দিলহারা ফার্নান্দোকে এই ওভারে ৪,৪,৬,৪,৪,৪ বাউন্ডারি হাঁকিয়েছিলেন তিনি।

৩) জাহির – আগারকার (২৭ রান বনাম জিম্বাবুয়ে)

২০০০ সালে যোধপুরে জিম্বাবুয়ের বিরুদ্ধে একটি ওভারে জাহির খান ও আগারকারের জুটিতে ২৭ রান উঠেছিল। এই ওভারে হেনরি ওলঙ্গাকে পরপর ৪টি ছক্কা হাঁকিয়েছিলেন জাহির খান।

২) সচিন – জাদেজা (২৭ রান বনাম নিউজিল্যান্ড)

Sachin Tendulkar - Sachin Tendulkar Photos - Sports Pictures Of ...

১৯৯৯ সালে হাইদ্রাবাদে নিউজিল্যান্ড এর বিরুদ্ধে সচিন টেন্ডুলকার এবং অজয় জাদেজার জুটিতে এক ওভারে ২৮ রান ওঠে। ক্রিস ড্রামের এই ওভারে সচিন টেন্ডুলকার ৩টি চার এবং ১টা ছক্কা হাঁকিয়েছিলেন।

১) আইয়ার – পান্থ (৩১ রান বনাম ওয়েস্ট ইন্ডিজ)

Shreyas Iyer On Batting At No.5: "Should Be Ready To Bat At Any ...

২০১৯ সালে বিশাখাপত্তনমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটি ওভারে শ্রেয়াস আইয়ার এবং ঋষভ পান্থ এর জুটিতে ৩১ রান উঠেছিল। ওয়েস্ট ইন্ডিজের স্পিনার রস্টন চেসকে ৪টি ছক্কা এবং ১টি চার হাঁকিয়েছিলেন শ্রেয়াস আইয়ার। যা ভারতীয় ক্রিকেটের ওডিআইতে এক ওভারে ওঠা সর্বাধিক রান।