ভারতীয় মুদ্রা: ২০০ টাকার নোটের দুই প্রান্তে থাকা এই কালো দাগের অর্থ কি জানেন

যেকোনো দেশের নোটের বিভিন্ন নিরাপত্তামূলক বৈশিষ্ট্য থাকে। ভারতীয় টাকার নোটেও তেমনি রয়েছে। তবে সাধারণত এইসব বিষয় নিয়ে আমরা কেউ মাথা ঘামায় না, তবে এর পিছনের লুকিয়ে থাকে একাধিক অর্থ।

২০০ টাকার নোটের দুই প্রান্তে থাকা তেমনি একটি বৈশিষ্ট্য হলো কালো দাগ। আপনিও হয়তো লক্ষ্য করেছেন ১০০, ২০০, ৫০০ এবং ২০০০ টাকার নোটের দুই প্রান্তে এই কালো দাগ রয়েছে।

Image

টাকার অঙ্ক কত হবে তার ভিত্তি করে এই দাগের সংখ্যার হেরফের হয়। এই দাগকে বলা হয় “ব্লিড মার্কস”। আসলে এই দাগটি তৈরি হয় বিশেষ করে দৃষ্টিহীনদের জন্য।

২০০ টাকার নোটের দুই প্রান্তে চারটি করে দাগ থাকে। এমনকি এর মাঝে ফাঁকা জায়গায় দুটি করে ছোট বৃত্তও থাকে। ৫০০ টাকার নোটের দুই প্রান্তে পাঁচটি করে মোট ১০টি দাগ থাকে এবং ২০০০ টাকার নোটের দুই প্রান্তে সাতটি করে ১৪টি দাগ থাকে।