Railway: জানেন রেল স্টেশনের নাম হলুদ বোর্ডের উপর কালো রঙের লেখা হয় কেন

ট্রেনে ভ্রমণ করার সময় আপনি অবশ্যই লক্ষ্য করে থাকবেন স্টেশনে হলুদ রঙের যে বোর্ড থাকে তাতে কালো রঙের নাম লেখা থাকে। ভারতের যে কোনও প্রান্তেই এই একই চিত্র দেখা যায়। কিন্তু কখনো ভেবেছেন দেশের সমস্ত স্টেশনে হলুদ রঙের বোর্ডের উপর কালো রঙের লেখা হয় কেন?

অতীতে স্টেশনের নাম লেখার আগে এরকম হলুদ বোর্ড ব্যবহার করা হতো না। তবে বিশেষ সুবিধার জন্যই এই রঙ ব্যবহার করা শুরু হয়। এমনিও অন্যান্য রঙের তুলনায় হলুদ আরও বেশি উজ্জ্বল দেখায়। এছাড়াও হিন্দু শাস্ত্র মতে বলা হয়েছে, হলুদ রঙের সাথে সুখ, বুদ্ধিমত্তা এবং শক্তির সরাসরি সংযোগ রয়েছে।

Image

অধিক ঘনবসতিপূর্ণ এলাকায় হলুদ রঙের বোর্ড অন্যান্য রঙের তুলনায় ভালো বোঝা যায়। দিন হোক বা রাত সবসময়ই স্পষ্টভাবে দৃশ্যমান হয় হলুদ রঙের বোর্ডগুলো। এই কারণে স্টেশনগুলোর নাম হলুদ বোর্ডের উপর লেখা থাকে। এবার যদি হলুদ রঙের উপর কালো রঙের কিছু লেখা হয় তাহলে সহজেই দৃশ্যমান হয়।

এছাড়া স্টেশনে লাগানো হলুদ বোর্ড চালককে সতর্ক করতে সাহায্য করে। অনেক সময় ননস্টপ ট্রেনগুলো সব স্টেশনে থামেনা। কিন্তু সেখানে লাগানো হলুদ বোর্ড লোকো পাইলটদের সতর্ক করে দেয়, যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে। সেই দিকেও কাজে আসে এই হলুদ বোর্ড।