পশ্চিমবঙ্গের এই জেলাটি ১৫ই নয়, ১৮ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করে, কেন জানেন

Districts of West Bengal 18th August Independence Day: আজ থেকে ৭৭ বছর আগে ১৯৪৭ সালের ১৫ই আগস্ট দেশ স্বাধীন হয়েছিল। সেই থেকে এই দিনটিতে গোটা ভারতবর্ষের স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। কিন্তু আপনি জেনে অবাক হবেন পশ্চিমবঙ্গের এমন একটি জেলা রয়েছে যেখানে ১৮ই আগস্ট স্বাধীনতা দিবস পালিত হয়। আসলে, এর পিছনে রয়েছে একটি ভুলের ইতিহাস। 

১৯৪৭ সালের ১২ই আগস্ট যখন অল ইন্ডিয়া রেডিওতে খবর আসে যে ভারত স্বাধীনতা পেয়েছে। সেই সঙ্গে দেশভাগেরও খবর আসে। এই খবরে পশ্চিমবঙ্গের নদীয়া জেলারও উল্লেখ করা হয়েছিল। খবর অনুযায়ী জানা যায়, নদীয়া জেলা পূর্বপাকিস্তানে অন্তর্ভুক্ত হচ্ছে। রেডিওতে এই খবর আসার পর হিন্দু গরিষ্ঠ নদিয়া জেলার এলাকায় এলাকায় ব্যাপক বিদ্রোহ শুরু হয়।

Image

আসলে ভারত-পাকিস্তানের ভাগের সীমারেখা ঠিক করার দায়িত্ব দেয়া হয় এক ব্রিটিশ অফিসারকে, যিনি এই ভুল করেছিলেন। ব্রিটিশ অফিসার স্যার র‍্যাডক্লিফ প্রথমে নদীয়াকে পাকিস্তানে অন্তর্ভুক্ত করে একটি ভুল মানচিত্র তৈরি করেছিলেন। এই খবর ছড়িয়ে পড়ার পর নদীয়ায় দাঙ্গা শুরু হয়। ক্ষুদ্ধ জনতা প্রতিবাদে দুইদিন ধরে তোলপাড় চালায়। ব্রিটিশ শাসনের সিদ্ধান্তের প্রতিবাদে অধিকাংশ মানুষ রাস্তায় নামেন।

অন্যদিকে নদীয়া জেলার মুসলমানরা পাকিস্তানে অন্তর্ভুক্ত হওয়ার খবরে উচ্ছসিত হয়ে পড়ে। শুধু তাই নয়, মুসলিম লীগের কয়েকজন নেতা ও তাদের সমর্থক ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিতে দিতে পাকিস্তানের পতাকা উত্তোলন করে। এর ফলে দুই ধর্মের মানুষের মধ্যে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল। এর জেরে পরিস্থিতি আরো খারাপ হতে শুরু করে।

Image

সাধারণ মানুষের বিদ্রোহ এতটাই বেড়ে গিয়েছিল যে, শেষ পর্যন্ত ব্রিটিশ সরকারকে তার সিদ্ধান্তকে প্রত্যাহার করতে হয়। এই ঘটনার কথা শেষ ভাইসরয় মাউন্টব্যাটেনের কাছে পৌঁছালে তিনি র‍্যাডক্লিফকে তার ভুল সংশোধনের নির্দেশ দেন। তবে এই প্রক্রিয়া শেষ হয় ১৭ই আগস্টের মধ্যরাতে এবং নদীয়া জেলা ভারতে অন্তর্ভুক্ত হয়। তাই সেই থেকে নদীয়া জেলার মানুষেরা এই দিনে আনন্দ ও উচ্ছ্বাসের সাথে স্বাধীনতা দিবস উদযাপন করেন।