চোখের ধাঁধা: জুতোগুলির মধ্যে একটির জোড়া নেই, রইল খুঁজে বের করার চ্যালেঞ্জ

Optical Illusion: যেকোনো ছবিকেই অপটিক্যাল ইলিউশন বলা যেতে পারে, যতক্ষণ না সেই ছবির রহস্য বেরিয়ে আসছে। তবে এর মাধ্যমে অনেকেই নিজের বুদ্ধিমত্তার (intelligence) পরিচয় দেন এবং আইকিউ লেভেলেরও (IQ level) পরীক্ষা করার একটি দুর্দান্ত উপায়। এই প্রতিবেদনে তেমনি একটি ছবি নিয়ে আসা হয়েছে।

উপরে শেয়ার করা ছবিটি লক্ষ্য করলে দেখতে পাবেন অনেকগুলি রঙবেরঙের হাওয়াই চপ্পল রয়েছে। যেমন – লাল, নীল, সবুজ, হলুদ বেগুনি ইত্যাদি। তবে এরই মধ্যে একটির জুতোর জোড়া নেই। যাকে খুঁজে বের করতে অনেকেই হিমশিম খাচ্ছেন। তবে আপনার দৃষ্টিশক্তি ভালো হলে এই চ্যালেঞ্জটি গ্রহণ করতে পারেন।

Image

দাবি করা হয়েছে, যাদের দৃষ্টিশক্তির পাশাপাশি জ্ঞানীয় ক্ষমতা অনেক বেশি উন্নত, কেবল তারাই সহজে ছবির মধ্যে থাকা ওই একাকী জুতোটি খুঁজে পেতে পারেন। তবে ছবিটির দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকার পরও বেশিরভাগ মানুষই ব্যর্থ হয়েছেন এবং তারা হাল ছেড়ে দিয়েছেন। এদিকে যারা জুতোটিকে খুঁজে পেয়েছেন মানতেই হয় তারা সত্যিই জিনিয়াস।

তবে আপনার ক্ষেত্রেও যদি ওই জুতোটিকে সনাক্ত করা কঠিন বলে মনে হয়, তাহলে চিন্তা করার কিছু নেই, আমরা হাইলাইট করে বুঝিয়ে দিয়েছি। আসলে অপটিক্যাল ইলিউশনের ছবিগুলি দেখতে সাধারণ মনে হলেও এর মধ্যে এমন কিছু লুকিয়ে থাকে যা আমাদের ভাবনার চেয়েও সূক্ষ্ম। ওই একাকী সবুজ রঙের জুতোটি রয়েছে উপরের মাঝামাঝি অংশে।

Image

বিশেষজ্ঞদের মতে, মস্তিষ্কের ধাঁধার সমাধানের ক্ষেত্রে বিশেষ গাণিতিক দক্ষতার প্রয়োজন হয় না, একটু ভিন্নভাবে পর্যবেক্ষণ করলেই ছবি রহস্য বেরিয়ে আসে। এর পাশাপাশি মস্তিষ্কের সংযোগকারী কোষগুলিকে আরো উন্নত করে। যদিও এগুলি আমাদের বিভ্রান্ত করে কিন্তু মস্তিষ্কের জন্য একপ্রকার ভালো ব্যায়ামও।