জীবন যুদ্ধে ক্যান্সারকে হারালেও কোনদিন মা হতে পারবেন না, আক্ষেপ এই বলিউড অভিনেত্রীর

ক্যান্সারই শেষ করে দিয়েছে তার জীবন, কোনদিনও হতে পারবেন না সন্তানের মা

বর্তমানে ক্যান্সার যেন ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে। এর থেকে বাদ যায়নি বলিউড তারকারাও। তেমনই একজন বলিউড অভিনেত্রী হলেন মনীষা কৈরালা (Manisha Koirala)। তিনিও ক্যান্সারের সঙ্গে লড়াই করে বেঁচে আছেন। তবে মনীষা ক্যান্সারের সঙ্গে লড়াই করে জিতে গেলেও তার দাম্পত্য জীবন টিকিয়ে রাখতে পারেননি তার বিয়েটাকে।

২০১০ সালে নেপালি ব্যবসায়ী সম্রাট দাহালকে বিয়ে করেছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্যবশত ২০১২ সালেই তাদের ডিভোর্স হয়ে যায়। তারপর থেকে একাই আছেন তিনি। মনীষার শরীরে ক্যান্সার ধরা পড়ে তার ডিভোর্সের পর পর-ই। তাই ক্যান্সারের বিরুদ্ধে লড়াইটা ছিল তার সম্পূর্ণ একার।

বেশ কয়েক বছর বিদেশে চিকিৎসা নেওয়ার জন্যই তিনি এখন সুস্থ আছেন। তবে মাঝে মাঝে জীবনসঙ্গী, মাতৃত্ব, সন্তানের বিষয়গুলো তাকে ভাবায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে মনীষা এই বিষয়ে মুখ খোলেন। বিয়ে না টিকলেও এখনকার মহিলারা চাইলে সিঙ্গেল মাদার হতে পারেন।

বলিউডের বেশ কয়েকজন অভিনেত্রীও রয়েছেন যারা একা হাতেই মানুষ করছেন তাদের সন্তানদের। তবে মাতৃত্ব হোক বা দ্বিতীয়বার বিয়ে নিয়ে তিনি ঠিক আত্মবিশ্বাসী নন। তেমনটাই জানান সেই ইন্টারভিউতে।

Image

মনীষার কথায় সন্তান নেওয়ার কথা ভাবতে গেলে তাকে আগে নিজের স্বাস্থ্যের কথা চিন্তা করতে হয়। তবে তার মনে প্রশ্ন ওঠে এখন যদি তার একটা সঙ্গী থাকত তাহলে কেমন হত? অভিনেত্রী এ বিষয়ে বলেন, ‘পরিবার শুরু করার জন্য এখন অনেকটা দেরী হয়ে গেছে না? তবে মাঝে মাঝে মনে হয় একজন সঙ্গী থাকলে কীরকম হত? জানি না।’

বাবা-মা, বন্ধুবান্ধব এবং পোষ্যদের নিয়েই বর্তমানে সময়। কারণ তিনি মনে করেন একটা শিশুকে বড় করে তোলার জন্য অনেকটা দায়িত্বশীল গার্জেন হতে হয়। যেদিন তিনি সিঙ্গেল মা হওয়ার জন্য সেই আত্মবিশ্বাসটুকু জোগাড় করতে পারবেন, সেদিনই সন্তানের বিষয়ে ভাববেন। আপাতত তিনি তার স্বাধীন জীবন উপভোগ করছেন।