আইপিএলে ২৫ টিরও কম খেলে সর্বাধিক হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন এই চার ব্যাটসম্যান

টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বদা স্ট্রাইক রেট এর উপর সামঞ্জস্য রেখে ব্যাট করতে হয়। এবি ডি ভিলিয়ার্স, আন্দ্রে রাসেল, ক্রিস গেইল এর মতো মারকুটে ব্যাটসম্যানেরা সব সময় অর্ধেকেরও কম বল খেলে বেশি রান করে থাকেন। একটি ঝড়ো ইনিংস যেকোন সময় ম্যাচের চেহারাকে পুরোপুরি বদলে দিতে পারে।  

আজকের প্রতিবেদনে রয়েছে, আইপিএলের ইতিহাসে ২৫ টিরও কম বল খেলে যারা সর্বাধিক হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন। চলুন তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক –

৪) ডেভিড ওয়ার্নার: ৫টি

David Warner Posts A Throwback Picture From Sunrisers Hyderabad's Title  Triumph In 2016

এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক তথা বিধ্বংসী ওপেনার ডেভিড ওয়ার্নার। এখনো পর্যন্ত তিনি ১২৮টি ম্যাচে ৪৪টি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন, যার মধ্যে ৫টি অর্ধশত রান এসেছে ২৫ টিরও কম বল খেলে।

৩) বীরেন্দ্র শেহবাগ: ৬টি

On this day in 2014: Virender Sehwag propelled KXIP to their first-ever IPL  final with heroic century vs CSK | Cricket News

এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন কিংস ইলেভেন পাঞ্জাব এর প্রাক্তন অধিনায়ক তথা মারকুটে ওপেনার বীরেন্দ্র শেহবাগ। ১০৪টি আইপিএল ম্যাচে তিনি ১৬টি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন, যার মধ্যে ৬টি অর্ধশত রান এসেছে ২৫ টিরও কম বলে।

২) কায়রন পোলার্ড: ৬টি

Mumbai Indians' All-Rounder Kieron Pollard Fined For Showing Dissent In The Final  Match Against Chennai Super Kings | IPL 2019 News

গতকাল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ঝড়ো ইনিংস খেলার পরে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের বিধ্বংসী ব্যাটসম্যান কাইরন পোলার্ড। ১৫১টি আইপিএল ম্যাচে তিনি ১৫টি হাফ সেঞ্চুরি করেছেন, যার মধ্যে ৬টি অর্ধশত রান এসেছে ২৫ টিরও কম বলে।

১) এবি ডি ভিলিয়ার্স: ৬টি

AB de Villiers wicket-keeper: When was the last time de Villiers kept  wickets in a T20? | The SportsRush

তিনিও গতকাল কায়রন পোলার্ড এর মতই একই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স এর বিরুদ্ধে ঝড়ো ইনিংস খেলে সবার শীর্ষে জায়গা করেছেন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিখ্যাত ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। এখনো পর্যন্ত তিনি ১৫৭টি ম্যাচে ৩৩টি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন, যার মধ্যে ৬টি অর্ধশত রান এসেছে ২৫ টিরও কম বলে।