বিশ্ব চ্যাম্পিয়নশিপ টেস্টে সর্বোচ্চ ব্যাটিং রয়েছে এই পাঁচ ভারতীয় ব্যাটসম্যানের

বিশ্ব চ্যাম্পিয়নশিপ টেস্ট ফাইনালের জন্য ১৫ সদস্যের দল ইতিমধ্যেই ঘোষনা করেছে বিসিসিআই। আগামী ১৮ই জুন নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারতীয় দল। প্রস্তুতির একেবারে শেষ মুহূর্তে কড়া অনুশীলন চলছে দুই শিবিরে। এই শিরোপা কে জিতবে তা নিয়ে বিভিন্ন মহলে শুরু হয়েছে জল্পনা কল্পনা।

তবে আজকের প্রতিবেদনে রয়েছে, বিশ্ব চ্যাম্পিয়নশিপ টেস্টে সর্বোচ্চ ব্যাটিং গড় রয়েছে যে ৫ ভারতীয় ব্যাটসম্যানের; এবার দেখে নেওয়া যাক:-

৫) মায়াঙ্ক আগরওয়াল: ৪২.৮৫ গড়

Calm, Composed And Big Runs – The Mayank Agarwal Story | Wisden

চ্যাম্পিয়নশিপ টেস্ট ফাইনাল খেলার সুযোগ না পেলেও এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন ভারতীয় ওপেনার মায়াঙ্ক আগরওয়াল। তিনি ১২টি টেস্টে ৪২.৮৫ গড় নিয়ে ৮৫৭ রান করেছেন। যার মধ্যে দুটি ডাবল সেঞ্চুরি ও একটি সেঞ্চুরি রয়েছে। তার সর্বোচ্চ স্কোর ২৪৩ রান। 

৪) অজিঙ্কা রাহানে: ৪৩.৮০ গড়

India vs Australia: Ajinkya Rahane's century becomes his second against the Aussies at MCG

গত অস্ট্রেলিয়া সফরে নেতৃত্বের দায়িত্ব পেয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন অজিঙ্কা রাহানে। তার নেতৃত্বে ভারতীয় দল এখনো অব্দি একটিও ম্যাচ হারেনি। রাহানে ১৭টি টেস্টে ৪৩.৮০ গড় নিয়ে ১০৯৫ রান করেছেন। যার মধ্যে রয়েছে দুটি সেঞ্চুরি ও ছটি হাফ সেঞ্চুরি। তার সর্বোচ্চ স্কোর ১১৫ রান।

৩) বিরাট কোহলি: ৪৩.৮৫ গড়

Virat Kohli breaks records, becomes first Indian to score 5000 Test runs as captain

দেড় বছরের বেশি সময় ধরে বিরাট কোহলির ব্যাট থেকে একটিও সেঞ্চুরি আসেনি। এবার চ্যাম্পিয়নশিপ টেস্টের ফাইনালে একটি বড় ইনিংস দেখার অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। কোহলি ১৪টি টেস্টে ৪৩.৮৫ গড় নিয়ে ৮৭৭ রান করেছেন। যার মধ্যে রয়েছে দুটি সেঞ্চুরি ও পাঁচটি হাফ সেঞ্চুরি। এরমধ্যে ২৫৪ রানের অপরাজিত ইনিংসটি তার টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ স্কোর।

২) রবীন্দ্র জাদেজা: ৫৮.৬২ গড়

Sir Ravindra Jadeja 100* Sword Celebration Moments in IND VS WI 1ST TEST DAY 2 Highlights #IndvWI - YouTube

এই তালিকায় দ্বিতীয় স্থানে রবীন্দ্র জাদেজাকে দেখে অনেকেই অবাক হবেন কিন্তু এটাই সত্যি যে তিনি তার ব্যাটিংয়ে অনেকটাই উন্নতি করেছেন। জাদেজা ১০টি টেস্টে ৫৮.৬২ গড় নিয়ে ৪৬৯ রান করেছেন। যার মধ্যে রয়েছে চারটি হাফ সেঞ্চুরি। তার সর্বোচ্চ স্কোর ৯১ রান।

১) রোহিত শর্মা: ৬৪.৩৭ গড়

India vs Australia fourth Test: Getting Rohit Sharma before end of play was  very handy, says Andrew- The New Indian Express

নীল জার্সির পর এখন টেস্ট ক্রিকেটেও আধিপত্য বিস্তার করা শুরু করেছেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। বিশ্ব চ্যাম্পিয়নশিপ টেস্টে দুরন্ত ফর্মে থাকা ‘হিটম্যান ১১টি টেস্টে ৬৪.৩৭ গড় নিয়ে ১০৩০ রান করেছেন। যার মধ্যে রয়েছে চারটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি। তার সর্বোচ্চ স্কোর ২১২ রান।