টেস্টে সর্বাধিক ৩০০ বা ততোধিক বলের মুখোমুখি হয়েছেন এই পাঁচ ব্যাটসম্যান

ব্যাটসম্যানদের সবচেয়ে কঠিন পরীক্ষা দিতে হয় টেস্ট ক্রিকেটে। পাঁচ দিনের চলা এই খেলায় তুমুল লড়াই হয় ২২ গজে। তবে কয়েকজন ব্যাটসম্যান ছিলেন যারা সারাদিন ক্রিজের এক প্রান্তে খুঁটি গেঁড়ে টিকে থাকতেন, তাদের আউট করা তো দূর, ভাবাও যেত না সহজে। 

তবে আজকের আলোচ্য প্রতিবেদনে রয়েছে, টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশিবার ৩০০ বা ততোধিক বলের মুখোমুখি হয়েছেন যে পাঁচ ব্যাটসম্যান! চলুন তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক :- 

৫) শচীন টেন্ডুলকার: ১১ বার

Sachin Tendulkar's 'living a dream' phase winds down as he begins ...

২৪ বছর ক্রিকেট ক্যারিয়ারে লিটল মাস্টার শচীন টেন্ডুলকার অসামান্য কৃতিত্ব অর্জন করেছেন। টেস্ট ক্যারিয়ারে ২০০ ম্যাচ খেলে ৫১টি সেঞ্চুরিসহ ১৫,৯২২ রান করেন। এই সময়ের মধ্যে তিনি মোট ১১ বার ৩০০ বা ততোধিক বলের মুখোমুখি হয়েছেন। 

৪) জ্যাক কালিস: ১২ বার

Jacques Kallis retirement: South Africa's quiet legend in class of ...

সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস দক্ষিণ আফ্রিকার হয়ে বোলিং এবং ব্যাটিং দুই বিভাগেই অসাধারণ পারফরম্যান্স করেন। টেস্ট ক্রিকেটে ৪৫টি সেঞ্চুরিসহ ১৩,২৮৯ রান করেছেন। যার মধ্যে তিনি মোট ১২ বার ৩০০ বা ততোধিক বলের মুখোমুখি হন।

৩) জেফ্রি বয়কট: ১৫ বার

Why Geoffrey Boycott should keep his knighthood - spiked

ইংল্যান্ডের অন্যতম সেরা ব্যাটসম্যান জেফ্রি বয়কট টেস্ট ক্যারিয়ারে ৮,১১৪ রান রয়েছে। এই সময়ের মধ্যে তিনি মোট ১৫ বার ৩০০ বা ততোধিক বলের মুখোমুখি হয়েছেন।

২) কুমার সাঙ্গাকারা: ১৬ বার

Kumar Sangakkara bats for minimum pay in Test cricket to arrest ...

শ্রীলঙ্কার এই ক্রিকেটার যিনি স্টাম্পের পিছনে থেকে নেতৃত্ব দেন, সবাইকে তাঁর দুর্দান্ত ব্যাটিং-এ মুগ্ধ করেছিলেন। সাঙ্গাকারা টেস্টে ৩৮টি সেঞ্চুরিসহ ১২,৪০০ রান করেন। এই সময়ের মধ্যে তিনি মোট ১৬ বার ৩০০ বা ততোধিক বলের মুখোমুখি হন।

১) রাহুল দ্রাবিড়: ১৬ বার

India vs England: When Rahul Dravid's unbeatable defense saved the ...

টেস্ট ক্রিকেটে “দ্যা ওয়াল” নামে পরিচিত ছিলেন রাহুল দ্রাবিড়। ২২ গজের অন্য একপ্রান্তে খুঁটি গেঁড়ে দাঁড়িয়ে থাকতেন। এই আদর্শবান টেস্ট ক্রিকেটার টেস্টে ৩৬টি সেঞ্চুরিসহ ১৩,২৮৮ রান করেন। যার মধ্যে তিনি মোট ১৬ বার ৩০০ বা ততোধিক বলের মুখোমুখি হন।