রায়নার নেতৃত্বে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় এই ৬ ভারতীয় ক্রিকেটারের

ভারতীয় মিডিল অর্ডার ব্যাটসম্যান সুরেশ রায়না দেশের হয়ে অনেক ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন। তিনি প্রথম ভারতীয় ব্যাটসম্যান যিনি আন্তর্জাতিক ক্রিকেটের টিম ফরম্যাটেই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। এছাড়াও তিনি ২০১১ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ও ২০১৩ চ্যাম্পিয়ন ট্রফি বিজয়ী দলের সদস্য ছিলেন।

২০১০ সালে জিম্বাবুয়ে সফরে ধোনি বিশ্রাম নিলে সুরেশ রায়না ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হওয়ার সুযোগ পেয়েছিলেন। তিনি ১২টি একদিনের আন্তর্জাতিক ও ৩টি টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করেন। সীমিত ওভারের ফরম্যাটে তিনি ১০০% জয়ের রেকর্ড বজায় রাখলেও ওয়ানডে অধিনায়ক হিসেবে ৬টি জয় ৫টি হার ও ১টি অমীমাংসিত হয়।  

এই প্রতিবেদনে যে ৬ জন জনপ্রিয় ভারতীয় ক্রিকেটার রায়নার অধীনে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছেন; এবার তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক:

১) বিরাট কোহলি:

Virat Kohli made 118 before he was dismissed | Photo | India v Australia | ESPNcricinfo.com

২০০৮ সালে ওয়ানডেতে ধোনির নেতৃত্বে অভিষেক হয় বিরাট কোহলির। কিন্তু টি-টোয়েন্টি ফর্ম্যাটে রায়নার অধিনায়কত্বে অভিষেক হয়েছিল তার। ২০১০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওই ম্যাচে কোহলি পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ২৬ রানে অপরাজিত থাকেন এবং ভারতীয় দল ৬ উইকেটে জয়লাভ করে।

২) রবীচন্দ্রন অশ্বিন:

R Ashwin had a good day with the ball - 10-1-30-2 | Photo | Commonwealth Bank Series | ESPNcricinfo.com

রবিচন্দ্রন অশ্বিনও বিরাট কোহলির মতো একই ম্যাচে টি-টোয়েন্টিতে অভিষেক করেছিলেন। অশ্বিন ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ২২ রান দিয়ে ১টি উইকেট তুলে নেন। এই ডানহাতি অফ-স্পিনার বিপক্ষ দলে উইকেট-রক্ষক তাতেন্দা তাইবুকে আউট করেছিলেন। তবে তিনি ব্যাট করার সুযোগ পাননি।

৩) অমিত মিশ্র:

Amit Mishra's form merits a call-up for 5th India-Australia ODI - Cricket Country

অমিত মিশ্র ২০০৩ সালে একদিনের আন্তর্জাতিকে অভিষেক করেন। তবে ২০১০ সালে জিম্বাবুয়ে সফরের আগে তিনি ভারতীয় টি-টোয়েন্টি দলে জায়গা পাননি। ঐ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে অমিত মিশ্রের টি-টোয়েন্টিতে অভিষেক হয়। ৪ ওভারে তিনি মাত্র ২১ রান দিয়ে ব্রেন্ডন টেলরের উইকেট তুলে নেন।

৪) অশোক দিন্দা:

Ashok Dinda Profile - Cricket Player,India|Ashok Dinda Stats, Ranking, Records inCricket -NDTV Sports

প্রাক্তন ভারতীয় ফাস্ট বোলার অশোক দিন্দা ২০১০ সালে রায়নার অধিনায়কত্বে একদিনের আন্তর্জাতিকে অভিষেক করেছিলেন। ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে দিন্দা ৭.২ ওভারে ৪৯ রান দিয়ে একটিও উইকেট নিতে ব্যর্থ হন এবং ঐ খেলায় ভারত ৬ উইকেটে পরাজিত হয়। 

৫) উমেশ যাদব:

India vs Sri Lanka 2014, 3rd ODI at Hyderabad: Umesh Yadav dismisses Kumar Sangakkara for a duck - Cricket Country

অশোক দিন্দার মতোই একই ম্যাচে একদিনের আন্তর্জাতিকে অভিষেক হওয়া আরেক ফাস্ট বোলার ছিলেন উমেশ যাদব। ঐ ম্যাচে তিনি ৮ ওভার বোলিং করেন। দিন্দার মতো উমেশও উইকেটহীন ছিলেন। প্রথম ইনিংসে রোহিত শর্মার সেঞ্চুরির দৌলতে ভারতীয় দল ২৮৬ রান তোলে, তা সত্ত্বেও লক্ষ্য তাড়া করে জিম্বাবুয়ে দল। 

৬) বিনয় কুমার:

Cricket: Former India fast bowler Vinay Kumar announces retirement from all forms of cricket

বিনয় কুমার ছিলেন আরেকজন ভারতীয় ফাস্ট বোলার যিনি জিম্বাবুয়ের বিপক্ষে সুরেশ রায়নার অধিনায়কত্ব অভিষেক করেছিলেন। সেই ম্যাচে তিনি ৮ ওভার বোলিং করেন। ব্রেন্ডন টেলর ও চার্লস কভেন্ট্রিকে আউট করে ২টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন।