ক্রিকেটের ইতিহাসে এই ৭টি কাকতালীয় ঘটনা, যা সকলকে অবাক করে

ক্রিকেট মানেই একটি পরিসংখ্যানের খেলা। প্রতিটি খেলা শেষে বিভিন্ন রেকর্ডগুলি লিপিবদ্ধ করা হয়। তবে ক্রিকেটের এই রেকর্ডগুলি ঘাঁটতে গিয়ে এমন কয়েকটি কাকতালীয়ভাবে মিল পাওয়া গেছে; যা সত্যিই অবাক করার মত। এবার চলুন সেই বিষয়ে জেনে নেওয়া যাক:-

১) ১৫৩ রানে ভারতের জয়: 

Mother Of All Coincidences - When Sachin, Sehwag & Rohit Scored ...

ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কাকতালীয় ঘটনা হলো ১৫৩ রানে জয়। ২০১০ সালে শচীন টেন্ডুলকার, ২০১১ সালে বীরেন্দ্র শেহবাগ ও ২০১৪ সালে রোহিত শর্মা যেদিন ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন; সেদিন প্রতিটি ম্যাচই ভারতীয় দল ১৫৩ রানের ব্যবধানে জয় লাভ করে

২) ধোনির প্রথম সেঞ্চুরি:

Saving India's grace at the 'Mecca of cricket'

প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ভারতের হয়ে অনেক স্মরণীয় ইনিংস খেলেছেন। ২০০৫ সালে তিনি প্রথম ওডিআই ও টেস্ট সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। আর আশ্চর্যজনকভাবে একই দল পাকিস্তানের বিপক্ষে ও এমনকি স্কোর দুটিও ছিল ১৪৮। 

৩) তিন ভারতীয় অধিনায়কের সর্বোচ্চ স্কোর ১৮৩ রান:  

Captaincy Records: Sourav Ganguly, MS Dhoni & Virat Kohli - Sports ...

ভারতীয় ক্রিকেটের অন্যতম কাকতালীয় ঘটনা হলো – সৌরভ গাঙ্গুলি, এমএস ধোনি ও বিরাট কোহলির একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ স্কোরটি হলো ১৮৩। মজার বিষয়, এই ইনিংস খেলার পরেই তারা টিম ইন্ডিয়ার অধিনায়ক হয়েছিলেন। 

৪) শচীন টেন্ডুলকার = কুক + ক্লার্ক

২০০টি টেস্ট ম্যাচ খেলে সর্বাধিক ১৫,৯২১ রান সংগ্রহ করেন শচীন টেন্ডুলকার। কাকতালীয়ভাবে সত্যি যে, অ্যালিস্টার কুক এবং মাইকেল ক্লার্ক যখন তাদের দেশের হয়ে ১০০টি করে টেস্ট ম্যাচ খেলেন এবং তাদের রান সংখ্যা যোগ করলেও শচীনের সমান হয়। এমনকি দুজনের সেঞ্চুরির সংখ্যাও (২৫+২৬=৫১) সমান ছিল।

৫) অস্ট্রেলিয়ার প্রথম এবং ১০০টি টেস্ট ম্যাচে জয়ের ব্যবধান একই:

SK Flashback: Happy 141st birthday to Test cricket - Yahoo! Cricket.

১৮৭৭ সালে অস্ট্রেলিয়া – ইংল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট খেলা অনুষ্ঠিত হয় এবং এই খেলাটিতে অস্ট্রেলিয়া ৪৫ রানে জয় লাভ করে। এর ঠিক ১০০টি ম্যাচের পর আবারও অস্ট্রেলিয়া – ইংল্যান্ডের মধ্যে টেস্ট খেলা হয় আর এখানেও ম্যাচের ফলাফল একই হয়; অর্থাৎ অস্ট্রেলিয়া দল ৪৫ রানে জয়ী হয়েছিল।

৬) কাকতালীয় হলেও সত্য:

On 11/11/11, South Africa Needed 111 To Win At 11:11 AM Vs ...

অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকার মধ্যে একটি টেস্ট ম্যাচ চলাকালীন বড় কাকতালীয় ঘটনা ঘটে। সেইসময় সাউথ আফ্রিকার জয়ের জন্য ১১১ রান দরকার ছিল। আর তখন ঘড়িতে বেলা ১১টা বেজে ১১ মিনিট। এমনকি তারিখটাও ছিল ১১/১১/১১; তখন জায়েন্ট স্ক্রিনে স্কোরবোর্ড দেখে মাঠে উপস্থিত সকল দর্শক অবাক হয়েছিলেন।

৭) অ্যালেক স্টুয়ার্ট জন্ম তারিখ ও রান সংখ্যা:

The Definitive: Alec Stewart | All Out Cricket | England Cricket

ইংল্যান্ডের প্রাক্তন উইকেটরক্ষক ব্যাটসম্যান অ্যালেক স্টুয়ার্ট এর টেস্ট রান সংখ্যা ও তার জন্ম তারিখের সংখ্যাও এক। তার জন্মের তারিখটি ছিল ৮/৪/৬৩ আর তিনি টেস্টে সংগ্রহ করেন ৮,৪৬৩ রান।