ODI-ম্যাচে ১০০ এরও বেশি রান দিয়েছেন এই ৭ বোলার, তালিকায় এক ভারতীয়

ক্রিকেট ম্যাচে ব্যাটসম্যান এবং বোলার উভয়েরই গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। একজন ব্যাটসম্যানের পক্ষে বেশি রান করাটা যেমন জরুরি ঠিক তেমনই একজন বোলারের পক্ষে রান কম দেওয়াটাও জরুরি। এতে তাদের দলের পক্ষে জয়ের সম্ভাবনা অনেক বেড়ে যায়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই আজকাল বোলাররা অতিরিক্ত রান দিয়ে দিচ্ছেন টি-টোয়েন্টি ক্রিকেট আসার পরেই।

আজকের প্রতিবেদনে বিশ্বের এমন 7 জন বোলারের পরিচয় পাওয়া গিয়েছে, যারা ওয়ানডে ম্যাচে 10 ওভারে 100 এর বেশি রান দিয়েছেন। এর মধ্যে রয়েছে এক ভারতীয় অভিজ্ঞ ফাস্ট বোলার।

১) মিক লুইস:

Mick Lewis, Andrew Tye, England record-score v Australia ODI 2018 ...
ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ রান দিয়েছিলেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিক লুই। 2005 সালে, জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, তিনি দশ ওভারে 11.30 এর ইকোনমি রেট নিয়ে 113 রান দেন।

২) ওহাব রিয়াজ:
এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের ফাস্ট বোলার ওহাব রিয়াজ। 2016 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে নটিংহ্যামের মাঠে খেলতে নেমে 10 ওভার বল করে তিনি 110 রান দিয়েছিলেন।

৩) রাশিদ খান:

Rashid Khan: Iceland Cricket mock Rashid Khan, are criticised by ...
আফগানিস্তানের বিখ্যাত স্পিনার রাশিদ খান এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন। অল্প বয়সের মধ্যেই তিনি ক্রিকেটের নিজস্ব আধিপত্য বিস্তার করেছেন। তবে 2019 বিশ্বকাপ চলাকালীন ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি মাত্র 9 ওভার বল করে 110 রান দিয়েছিলেন।

৪) ভুবনেশ্বর কুমার:
এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন ভারতের অভিজ্ঞ ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমার। 2016 সালে দক্ষিণ আফ্রিকায় খেলতে গিয়ে একটি ওয়ানডে ম্যাচে 10 বল করে 106 রান দিয়েছিলেন। ভারতের অন্যতম কৃপণ বোলার সর্বোচ্চ রান দিয়ে এই লজ্জার রেকর্ড করেন।

India vs West Indies | Bhuvneshwar Kumar - Back With a Bang in ODIs

৫) নুয়ান প্রদীপ:
শ্রীলংকার এই ফাস্ট বোলার নুয়ান প্রদীপ পঞ্চম স্থানে রয়েছেন। 2017 সালে ভারতের বিরুদ্ধে তিনি একটি ওডিআই ম্যাচে 10 ওভারে 106 রান দিয়েছিলেন।

৬) টিম সাউথি:
এই তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের ফাস্ট বোলার টিম সাউথি। 2009 সালে ভারতের বিরুদ্ধে তিনি 10 ওভার বল করে 105 রান দিয়েছিলেন।

Virat Kohli a class player, doesn't have many weaknesses: Tim ...

৭) ব্রায়ান ভিত্তরি:
এই তালিকায় সপ্তম স্থানে রয়েছেন জিম্বাবুয়ের বোলার ব্রায়ান ভিত্তরি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে 9 ওভারে 105 রান দিয়েছিলেন।