ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক স্টাম্প আউট করেছেন এই পাঁচ উইকেট-রক্ষক

দলের জয়ের ক্ষেত্রে একজন উইকেট রক্ষকের বিশেষ ভূমিকা থাকে। যেকোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিয়ে দলের  ভারসাম্য বজায় রাখাই হলো তার প্রধান কাজ। বোলারদের উইকেট পেতে যথেষ্ট অবদান থাকে উইকেট এর পিছনে দাঁড়িয়ে থাকা খেলোয়াড়টির। ব্যাটসম্যানদের ক্রিজে পৌঁছানোর আগেই রানআউট অথবা স্ট্যাম্পের ক্ষেত্রেও অনেক বেশি ভূমিকা রাখে তারা। 

আজকের প্রতিবেদনে রয়েছে, ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক স্টাম্প আউট করেছেন যে পাঁচ উইকেট-রক্ষক! তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক:-

৫) অ্যাডাম গিলক্রিস্ট: ৫৫ বার

Cricpack: Adam Gilchrist Cricket Career and History

এই তালিকায় পঞ্চম স্থানে থাকা অ্যাডাম গিলক্রিস্টকে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা উইকেট রক্ষক-ব্যাটসম্যান হিসেবে আখ্যায়িত করা হয়। তিনি টানা তিনটি বিশ্বকাপ ফাইনালে পঞ্চাশ রানের অধিক ইনিংস খেলার বিরল রেকর্ডের অধিকারী। তবে পরিসংখ্যানের কথা বললে তিনি ২৮৭টি ওডিআই ম্যাচে ৫৫ বার স্ট্যাম্প আউট করেছেন।

৪) মঈন খান: ৭৩ বার

ICC on Twitter: "A keeper-batsman who captained Pakistan, he took 128 Test catches, 214 ODI catches and scored over 6,000 runs. Happy Birthday to Moin Khan!… https://t.co/4ia2KwRzfu"

 

পাকিস্তানের সর্বকালের সেরা উইকেট রক্ষক হিসেবে মঈন খান উল্লেখযোগ্য। ১৯৯২ সালের ক্রিকেট বিশ্বকাপ শিরোপা বিজয়ী পাকিস্তানের দলের উইকেট রক্ষকের দায়িত্বে ছিলেন। পরিসংখ্যানের কথা বললে, ২১৯টি ওডিআই ম্যাচে ৭৩ বার স্টাম্প আউট করেছেন।

৩) রমেশ কালুভিথারনা: ৭৫ বার 

Romesh Kaluwitharana: The unsung hero of Sri Lankan cricket | CricketSoccer

এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন শ্রীলংকার প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটসম্যান রমেশ কালুভিথারানা। ১৯৯৬ বিশ্বকাপ জয়ী দল শ্রীলঙ্কার হয়ে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেছেন তিনি। পরিসংখ্যানের কথা বললে, ১৮৯টি ওডিআই ম্যাচে ৭৫ বার স্ট্যাম্প আউট করেছেন।

২) কুমার সাঙ্গাকারা: ৯৯ বার

অন্যকে অনুসরণ করে নিজেকে গড়ার ফলাফল ভয়াবহ : কুমার সাঙ্গাকারা

এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন শ্রীলংকার প্রাক্তন অধিনায়ক তথা উইকেট-রক্ষক কুমার সাঙ্গাকারা। ক্রিকেট বিশ্বের সর্বকালের সেরা ব্যাটসম্যান হিসেবে তিনি বিবেচিত হন। ২০১৫ বিশ্বকাপে একটানা ৪টি সেঞ্চুরি হাঁকিয়ে সকলের নজর কেড়েছিলেন। পরিসংখ্যানের কথা বললে, ৪০৪টি ওডিআই ম্যাচে ৯৯ বার স্ট্যাম্প আউট করার কৃতিত্ব অর্জন করেছেন।

১) মহেন্দ্র সিং ধোনি: ১২৩ বার

Mahendra Singh Dhoni resigns as India ODI, T20I captain: Here's a look at who said what on Twitter | Sports News,The Indian Express

ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক স্ট্যাম্প আউট রান আউট করার তালিকায় সবার শীর্ষে রয়েছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। জাতীয় দলের হয়ে তিনি একটানা ১৫ বছর উইকেট রক্ষকের দায়িত্ব পালন করেন। অধিনায়ক হিসেবে তার সাফল্যের কথা কারোর অজানা নয়। তবে আলোচ্য বিষয়ের পরিসংখ্যানের কথা বললে, তিনি ৩৫০টি ওডিআই ম্যাচে ১২৩ বার স্ট্যাম্প আউট করার কৃতিত্ব অর্জন করেছেন।