এই ৫ ক্রিকেটারের ক্যারিয়ার ধোনি বানিয়েছে, কিন্তু বরবাদ হয়েছে বিরাট কোহলির অধীনে

মহেন্দ্র সিং ধোনি ভারতীয় ক্রিকেটের শুধু সফলতম অধিনায়কই নন, তার হাত ধরে উঠে এসেছে বহু তরুণ খেলোয়াড় এবং যারা আন্তর্জাতিক আসার পরই নিজেদের ছাপ ফেলতে শুরু করেন। কিন্তু ধোনির অধিনায়কত্ব ছাড়ার পর হঠাৎই তাদের ক্রিকেট ক্যারিয়ারে ভাটা পড়ে। এই প্রতিবেদনে তেমনি ৫ জন ভারতীয় ক্রিকেটারের কথা বলা হয়েছে যাদের ক্রিকেট ক্যারিয়ার বিরাট কোহলির অধিনায়কত্বে একপ্রকার শেষ হয়ে যায়। এবার দেখে নেওয়া যাক:

১) হার্দিক পান্ডিয়া:

বর্তমান ভারতীয় ক্রিকেটের সবচেয়ে সফল অলরাউন্ডারদের মধ্যে হার্দিক পান্ডিয়া হলেন অন্যতম। আইপিএলের মঞ্চ থেকে উঠে আসা এই জনপ্রিয় তরুণ ক্রিকেটার একদিকে আক্রমনাত্মক ব্যাটিং করার পাশাপাশি অন্যদিকে বল হাতেও উইকেট নেওয়ার যথেষ্ট দক্ষতা দেখিয়েছিলেন। কিন্তু বিরাট কোহলির অধিনায়কত্বে তিনি খুব বেশি সুযোগ পাননি। চোটের কারণে দীর্ঘদিন দলের বাইরে থাকলেও ফেরার অপেক্ষায় দিন গুনছেন। এবার হয়তো রোহিতের নেতৃত্বে তিনি দলে ফিরবেন।

২) যুজবেন্দ্র চাহাল: 

ভারতীয় দলের ডানহাতি লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল তার অসাধারণ বোলিং এর জন্য বিখ্যাত। ধোনির আমলে চাহাল হয়ে উঠেছিলেন প্রধান স্পিন বোলিং অস্ত্র এবং দুর্দান্ত বোলিং করে ভারতীয় দলকে জিততে সাহায্য করেছেন। কিন্তু বিরাট কোহলি অধিনায়ক হওয়ার পর চাহাল অধিকাংশ সময়ই ভারতের রিজার্ভ বেঞ্চে বসেছেন। এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়নি।

৩) কুলদীপ যাদব:

একসময় ভারতীয় দল কুলদীপ এবং চাহালের জুটিতে বহু ম্যাচ জিতেছে। তাই এই জুটি ক্রিকেট বিশ্বে কুলচা জুটি নামে বিখ্যাত হয়ে ওঠে। কিন্তু বিরাট কোহলি অধিনায়কত্ব গ্রহণ করার পর এই বাঁহাতি চায়নাম্যান স্পিনারের ক্রিকেট ক্যারিয়ার একপ্রকার শেষ হয়ে গেছে। তার অসাধারণ প্রতিভা থাকা সত্ত্বেও দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থেকেছেন এবং অনেক ক্রিকেট বিশারদ পরোক্ষভাবে বিরাট কোহলিকেই দায়ী করেছেন।

৪) কেদার যাদব:

ভারতীয় ক্রিকেটের পকেট ডায়নামো হিসেবে পরিচিত ছিলেন কেদার যাদব। এই ডানহাতি অলরাউন্ডার একসময় তার অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে মানুষের মন জয় করে নিয়েছিলেন। ধোনির অধিনায়কত্বে ক্যারিয়ার শুরু করা এই খেলোয়াড় মিডল অর্ডারে ভরসাযোগ্য ব্যাটসম্যান ও দলের প্রয়োজনে উইকেটও নিয়েছেন। তবে বিরাট কোহলির আসার পর থেকে তার ক্রিকেট ক্যারিয়ার ধীরে ধীরে শেষ হয়ে যায়।  

৫) সুরেশ রায়না:

ভারতীয় ক্রিকেটের পাশাপাশি বিশ্ব ক্রিকেটেও একজন সফলতম অলরাউন্ডারদের মধ্যে সুরেশ রায়না অন্যতম। এই বাঁহাতি ব্যাটসম্যান আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি আইপিএলে ‘Mr IPL’ নামে পরিচিত। আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটে সেঞ্চুরি হাঁকিয়ে প্রথম ভারতীয় ব্যাটসম্যান হয়েছিলেন তিনি। এই পাওয়ার হিটার ব্যাটসম্যান দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থেকে ও পর্যাপ্ত সুযোগ না পাওয়ায় ধোনির সাথেই অবসরের দিন ঘোষণা করেন।