ওডিআই ম্যাচে পাঁচ নম্বরে নেমে সর্বাধিক সেঞ্চুরি হাঁকিয়েছেন এই ৫ ব্যাটসম্যান

টপ অর্ডার ব্যাটসম্যানরা ব্যর্থ হলে সেই অনিশ্চয়তা ম্যাচের হাল ফেরাতে পারেন একজন মিডল অর্ডার ব্যাটসম্যান। ক্রিকেটের ইতিহাসে বহুবার এমন ঘটনা ঘটেছে যেখানে মিডিল অর্ডারের ব্যাটসম্যানরা ঢাল হয়ে দলকে রক্ষা করেছেন এবং শেষমেষ সেঞ্চুরি করে সুনাম অর্জন করেন।

আজকের প্রতিবেদনে রয়েছে, ওয়ানডে ম্যাচে ৫ নম্বর ব্যাট করতে নেমে সর্বাধিক সেঞ্চুরি হাঁকিয়েছেন যে পাঁচ ব্যাটসম্যান! চলুন তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক –

৫) ইয়ন মরগান: ৬টি সেঞ্চুরি

It's An Eoin Morgan World: Twitter left in awe of England captain's crazy 71-ball 148

আয়ারল্যান্ডের হয়ে খেলা শুরু করা ক্রিকেটার ইয়ন মরগান ইংল্যান্ডের নেতৃত্ব গ্রহণ করে ২০১৯ সালে ব্রিটিশদের চ্যাম্পিয়ন করেন। এই মিডল অর্ডার ব্যাটসম্যানের পরিসংখ্যানের দিকে তাকালে, তিনি পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে মোট ৬টি সেঞ্চুরি হাঁকিয়েছেন।

৪) এবি ডি ভিলিয়ার্স: ৬টি সেঞ্চুরি

AB de Villiers to take call on international comeback after IPL 2020 - Sports News

দক্ষিণ আফ্রিকার “অমূল্য রত্ন” এবি ডি ভিলিয়ার্স এই তালিকায় সামিল হয়েছেন। বরাবরই মিডল অর্ডারে ব্যাট করতে নেমে বহু ম্যাচ জিতেছেন। এই বিস্ফোরক ব্যাটসম্যানের পরিসংখ্যানের দিকে তাকালে, মোট ৬টি সেঞ্চুরি হাঁকিয়েছেন পাঁচ নম্বর ব্যাট করতে নেমে।

৩) জস বাটলার: ৭টি সেঞ্চুরি

Brazen and brisk, England's Jos Buttler is a freak of nature with a bat in his hands - The National

ইংল্যান্ডের উইকেট-রক্ষক ব্যাটসম্যান জস বাটলার একদিকে উইকেটের পিছনে দাঁড়িয়ে থেকে দলকে নিয়ন্ত্রণ করেন আর ২২ গজে ব্যাট হাতে জ্বলে ওঠেন। তার কয়েকটি বিস্ফোরক ইনিংসের জেরে প্রায় হেরে যাওয়া ম্যাচ ইংল্যান্ড জয়ী হয়। পরিসংখ্যানের কথা বললে, তিনি পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে মোট ৭টি সেঞ্চুরি হাঁকিয়েছেন।

২) যুবরাজ সিং: ৭টি সেঞ্চুরি

Cuttack tells you why Yuvraj Singh cannot be written off | Sports News,The Indian Express

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ বিশ্বকাপ জয়ের অন্যতম সেরা কারিগর হলেন যুবরাজ সিং। স্টুয়ার্ট ব্রডকে এক ওভারে টানা ৬টি ছক্কা হাঁকিয়ে বিশ্বের কাছে “সিক্সার কিং” নামে পরিচিত হন। এই মিডল অর্ডার ব্যাটসম্যান বহু ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন। পরিসংখ্যানের কথা বললে, তিনি পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে মোট ৭টি সেঞ্চুরি হাঁকিয়েছেন।

১) মহেন্দ্র সিং ধোনি: ৭টি সেঞ্চুরি

India vs Australia 2017: MS Dhoni Slams Another 'Century' at Chepauk; Sachin Tendulkar Elated

সৌরভ গাঙ্গুলীর কথামতো মহেন্দ্র সিং ধোনি তিন নম্বরে ব্যাট করতে নেমে দুর্ধর্ষ সেঞ্চুরি হাঁকিয়ে খুবই প্রশংসিত হয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে দলের স্বার্থে তরুণ ব্যাটসম্যানের জায়গা ছেড়ে নিজেকে মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে গড়ে তোলেন। কিন্তু সেখানেও তিনি সাফল্য পান। পরিসংখ্যানের দিকে তাকালে, তিনি তার ওডিআই ক্যারিয়ারে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে মোট ৭টি সেঞ্চুরি হাঁকিয়েছেন।