ওয়ানডে ক্রিকেটে ৭৫ টিরও কম বলে সর্বাধিক সেঞ্চুরি হাঁকিয়েছেন এই ৫ ব্যাটসম্যান

ওয়ানডে ক্রিকেটে প্রতিটি ব্যাটসম্যানের কাছে সেঞ্চুরি হাঁকানোর একটা সুযোগ থাকে। তবে যে যত কম বলে পারেন দুর্দান্ত সেঞ্চুরি করেন, যা দলের কাছে অতি মূল্যবান এবং সেই খেলোয়াড়ের চাহিদা আরো অনেক বেড়ে যায়।

☞ তবে আজকের প্রতিবেদনে রয়েছে, ওয়ানডে ক্রিকেটে ৭৫ টিরও কম বলে সর্বাধিক সেঞ্চুরি হাঁকিয়েছেন যে ৫ ব্যাটসম্যান; এবার তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক:-

৫) শাহিদ আফ্রিদি: ৪ সেঞ্চুরি

Shahid Afridi decides to retire from T20I cricket | 2016-09-12

পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার শাহিদ আফ্রিদি মাঠে বড় বড় সব খেলার জন্য ‘বুম বুম’ নামে পরিচিত। একসময় তিনি ৩৭ বলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড করেছিলেন। তিনি তার ক্যারিয়ারে মোট ৬টি সেঞ্চুরি করেছেন, যার মধ্যে ৪টি সেঞ্চুরি আছে ৭৫ টিরও কম বলে।

৪) সনাথ জয়সুরিয়া: ৫ সেঞ্চুরি

ICC banned Sri Lanka's Sanath Jayasuriya for two-years | Green Team

শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক এবং সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান সনাথ জয়সুরিয়া আক্রমনাত্মক স্টাইলের জন্য পরিচিত ছিলেন। ওয়ানডে ক্রিকেটে ২৮টি সেঞ্চুরিসহ ১৩ হাজারের বেশি রান করেছেন। যার মধ্যে ৫টি সেঞ্চুরি এসেছিল ৭৫ টিরও কম বলে।

৩) বীরেন্দ্র শেহবাগ: ৬ সেঞ্চুরি

Watch: On this day in 2011, Virender Sehwag scored 219 to eclipse Sachin  Tendulkar's record 200

বিধ্বংসী ব্যাটসম্যান বীরেন্দ্র শেহবাগ ছিলেন সকল বোলারদের কাছে এক দুঃস্বপ্নের মতো। টি-টোয়েন্টি হোক বা টেস্ট তিনি আক্রমনাত্মক স্টাইলে খেলার জন্য বিখ্যাত ছিলেন। ওয়ানডে ক্রিকেটে তিনি ১৫টি সেঞ্চুরি সহ ৮২৭৩ রান করেছেন। যার মধ্যে রয়েছে ৬টি সেঞ্চুরি এসেছে ৭৫ টিরও কম বলে।

২) জস বাটলার: ৭ সেঞ্চুরি

Ind vs Eng: Jos Buttler says All in England squad have taken great learning

জজ বাটলার ইংল্যান্ডের উইকেট-রক্ষক এবং বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবে পরিচিত। বাটলার বিশেষত সীমিত ওভারের ক্রিকেটে একটি ছাপ তৈরি করেছেন করেছেন এবং ইংল্যান্ড দলের সহ-অধিনায়কও। তিনি ওডিআই ক্রিকেটে এখনো পর্যন্ত ৯টি সেঞ্চুরি করেছেন, যার মধ্যে ৭টি সেঞ্চুরি এসেছিল ৭৫ টিরও কম বলে।

১) এবি ডি ভিলিয়ার্স: ৯ সেঞ্চুরি

The de Villers record that almost wasn't | cricket.com.au

দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। এই প্রতিভাবান উইকেট রক্ষক ব্যাটসম্যান মাঠের প্রতিটি কোণায় তাঁর দক্ষতার জন্য ‘মিস্টার ৩৬০°’ নামেও পরিচিতি পেয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি ৩১ বলে হাঁকিয়ে দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েছেন। তার ওডিআই ক্যারিয়ারে মোট ২৫টি সেঞ্চুরির মধ্যে ৯টি সেঞ্চুরি এসেছিল ৭৫ টিরও কম বলে।