ক্যারিয়ারের শীর্ষে থাকা এই ৫ অভিনেত্রী সমাজের তোয়াক্কা না করে ধর্ম পরিবর্তন করে বিয়ে করেন

বলিউডের যে পাঁচ অভিনেত্রী ক্যারিয়ারের শীর্ষে থাকার সময় অন্য ধর্মে বিয়ে করেছিলেন

বলিউডের সাধারণত তারকাদের ক্যারিয়ার যখন চূড়ান্ত পর্যায়ে থাকে তখন তারা ব্যক্তিগত জীবনের থেকে ক্যারিয়ারের দিকেই বেশি ফোকাস দেন। কিন্তু এমনও কিছু নায়িকা রয়েছেন যে সময় তারা ক্যারিয়ারের শীর্ষে ছিলেন তখনই ভালোবাসার টানে বিধর্মীকেও বিয়ে করতে পিছপা হননি। এই প্রতিবেদনে তেমনি কিছু অভিনেত্রীদের সম্পর্কে বানানো হয়েছে।

শর্মিলা ঠাকুর (Sharmila Tagore): বলিউড অভিনেত্রী শর্মিলা তার অসামান্য অভিনয়ের জন্য পদ্মভূষণ এ ভূষিত হন। একসময় তিনিও প্রেমের সম্পর্কের পরিণতি দিতেই ধর্ম পরিবর্তনের পথ বেছে নেন। ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে করেন মনসুর আলি পতৌদিকে। ধর্মান্তরিত হওয় পর তার নামকরণ হয় আয়েশা।

হেমা মালিনী (Hema Malini) : বলিউডের ড্রিম গার্ল হেমাও বিয়ের পর ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। ধর্মেন্দ্রকে ভালবেসে করে বিয়ে করেন তিনি। বিয়ে করতে তাদের অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছিল। কিন্তু হেমা বদ্ধপরিকর ছিলেন এবং শেষমেষ হেমা ও ধর্মেন্দ্র দুজনেই ইসলাম ধর্মগ্রহণ করে বিয়ে করেন।

আয়েশা টাকিয়া (Ayesha Takia) : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আয়শা টাকিয়া। পারিবারিকভাবে ভিন্ন ধর্মে বেড়ে উঠেছিলেন তার বাবা ছিলেন হিন্দু আর মা ছিলেন ব্রিটিশ-ইন্ডিয়ান। হিন্দু হয়েও আয়েশা টাকিয়া মুসলিম প্রেমিক ফারহান আজমিকে বিয়ে করেন। বিয়ের আগেই আয়েশা ইসলাম ধর্ম গ্রহণ করেন।

অমৃতা সিং (Amrita Singh) : জন্মসূত্রে শিখ ধর্মের অনুসারী ছিলেন বলিউড অভিনেত্রী অমৃতা সিং। ১৯৮৩ সালে ‘বেতাব’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন। এরপর তার ‘সানি’ ‘মারদ’ ‘সাহেব’ ছবিগুলো বক্স অফিসে তুমুল সাফল্য পায়। পরবর্তীতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে অভিনেতা সাইফ আলি খানকে বিয়ে করেন। যদিও পরে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।

মমতা কুলকার্নি (Mamata Kulkarni) : ৯০-র দশকে বেশ কয়েকটি হিন্দি সুপার হিট ছবির নায়িকা ছিলেন মমতা। ‘আশিক আওয়ারা’, ‘ক্রান্তিবীর, ‘সবসে বড়া খিলাড়ি’ এবং একই বছর মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার। সেই মমতাই হঠাত করেই পর্দা থেকেই উধাও হয়ে যান। এর কারন ছিল  তিনি মুসলিম প্রেমিক ভিকিকে বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণ করেন।