টেস্ট ক্রিকেটে সর্বাধিক ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছেন এই ৪ ব্যাটসম্যান

প্রতিটা ক্রিকেটারেরই স্বপ্ন থাকে টেস্ট ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করা। এখনো পর্যন্ত টেস্ট ক্রিকেটের ইতিহাসে ২৭ জন ব্যাটসম্যান ট্রিপল সেঞ্চুরি করতে পেরেছেন, এর মধ্যে ৪ জনই দুইবার করে এই কৃতিত্ব অর্জন করেছেন।

আজকের প্রতিবেদনের রয়েছে, টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক ট্রিপল সেঞ্চুরি হাঁকানো ৪ ব্যাটসম্যান, চলুন তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক –

১) ডন ব্র্যাডম্যান: (৩৩৪ ও ৩০৪ রান)

On this day: Cricket's most famous duck | cricket.com.au

টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরা ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে রয়েছেন ডন ব্র্যাডম্যান। ১৯৩০ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৩৪ রানের ইনিংস খেলেছিলেন – যা হল তার টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এরপর ১৯৩৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে আবার ট্রিপল সেঞ্চুরি (৩০৪ রান) হাঁকান।

২) ব্রায়ান লারা: (৩৭৫ ও ৪০০* রান)

Brian Lara: Cricket legend 'rushed to hospital with chest pains ...

টেস্ট ক্রিকেটের সর্বকালের সেরা ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম হলেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে রাজকুমার ব্রায়ান লারা। ১৯৯৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৩৭৫ রানের ইনিংস খেলেছিলেন। এর ঠিক ১০ বছর পরে ২০০৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪০০* রানের মহাকাব্যিক ইনিংসটি খেলেন।

৩) বীরেন্দ্র সেহবাগ: (৩০৯ ও ৩১৯ রান)

Virender Sehwag Smashed 293 Against Sri Lanka On This Day 10 Years ...

টেস্ট ক্রিকেটেও সেঞ্চুরির মুখে এসে ছক্কা হাঁকাতেন বীরেন্দ্র সেহবাগ। একমাত্র ভারতীয় হিসেবে দুইবার ট্রিপল সেঞ্চুরি করেছেন তিনি। ২০০৪ সালে পাকিস্তানের বিরুদ্ধে ৩০৯ রানের বিস্ফোরক ইনিংস খেলেছিলেন। এরপর ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩১৯ রান করেন এই আক্রমনাত্মক ডানহাতি ওপেনার।

৪) ক্রিস গেইল: (৩১৭ ও ৩৩৩ রান)

Chris Gayle Rates Test Cricket As The 'Ultimate' Format

ক্রিস গেইল টি-টোয়েন্টি ক্রিকেটের বাদশা হলেও টেস্ট ক্যারিয়ারে তার দুটি ট্রিপল সেঞ্চুরি রয়েছে। ২০০৫ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩১৭ রানের ইনিংস খেলেন। এরপর ২০১০ সালে শ্রীলংকার বিপক্ষে ৩৩৩ রানের ইনিংস খেলে ট্রিপল সেঞ্চুরি হাঁকান।