প্রাচীন হিন্দু শাস্ত্রের ১০টি ভবিষ্যদ্বাণী, যা এখন সত্যি বলে প্রমাণিত হয়েছে

হিন্দুধর্মের অষ্টাদশ পুরাণের মধ্যে একটি হলো শ্রীমদ্ভগবদগীতা। এই পুরাণে কলিযুগ সম্পর্কে এমন কিছু কথা বলা হয়েছে যেগুলি বর্তমানে সত্য বলে প্রমাণিত হয়েছে। হিন্দু শাস্ত্র মতে, এখন কলিযুগ চলছে। আর এই সময়ের পরিস্থিতির দিকে লক্ষ্য করলে বোঝা যায় যে সেই সমস্ত ভবিষ্যদ্বাণী গুলি একেবারেই সত্য ছিল।

mahabharat | HW English

👉 এবার জেনে নেওয়া যাক কি কি ভবিষ্যদ্বাণী করা হয়েছিলঃ- 

১) শ্রীমদ্ভগবদগীতায় বলা হয়েছে যে, দয়া সহিষ্ণুতা, সত্যবাদিতা এবং ধর্ম এই সবগুলি কলিযুগে মানুষের মন থেকে ধীরে ধীরে দূর হয়ে যাবে।

২) কলিযুগের মানুষের সম্মান বিচার করা হবে একমাত্র তার অর্থ-সম্পত্তি দ্বারা।

৩) কলিযুগে একজন পুরুষের পুরুষত্ব এবং নারীর নারীত্ব নির্ধারিত হবে তার যৌ’ন ক্ষমতার ভিত্তিতে।

Don't let office politics and pessimism prevent you from being the ...

৪) শ্রীমদ্ভগবদগীতায় আরও বলা হয়েছে যে, মানুষের আধ্যাত্মিক চিন্তাধারা নির্ভর করবে কিছু বাহ্যিক আচার বিচারের মাধ্যমে।

৫) কলিযুগে এমনও দেখা দেবে যেখানে দরিদ্র মানুষকে অপবিত্র বলে মনে করা হবে এবং শঠতা গুন বলে বিবেচিত হবে। 

৬) কলিযুগে সামাজিক সুনাম অর্জন করার মাধ্যমে একমাত্র লক্ষ্য হয়ে উঠবে ধর্মচর্চা।

৭) প্রাচীন হিন্দু শাস্ত্রে এও বলা হয়েছে যে দুর্নীতি পরায়ন মানুষদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি সেই অর্জন করবে রাজনৈতিক ক্ষমতা।

Losing India! - TFIPOST

৮) শ্রীমদ্ভগবদগীতায় বলা হয়েছে, মানুষ সর্বস্বান্ত হয়ে উঠবে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় এবং খরার কারণে।

৯) মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলবে নানান রোগ ব্যাধি, মানসিক অশান্তি এবং তীব্র ঠান্ডা বা গরম আবহাওয়া।

১০) কলিযুগে অসৎ চরিত্রের মানুষ ধার্মিকের ভেক ধরে অর্থ উপার্জন করবে।