GK প্রশ্ন: এমন কোন জিনিস ছেলে মাকে দিতে পারে, কিন্তু মা ছেলেকে দিতে পারে না?

ছেলে মাকে দিতে পারে কিন্তু মা ছেলেকে দিতে পারে না, বলুন তো সেটা কী

General Knowledge Quiz: দেশের কঠিনতম পরীক্ষাগুলিতেও এমন কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হয় যা শুনে অনেকেই বিভ্রান্তিতে পড়েন। এই সকল প্রশ্নের উত্তর যা বইতে পাওয়া যায় না জীবনের উপলব্ধি এবং উপস্থিত বুদ্ধি খাটিয়েই উত্তর দিতে হয়। আবার সঠিক সময়ের মধ্যে উত্তর দিতে না পারলে সফল বলে গণ্য করা হয় না। এই প্রতিবেদনে এমন কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে যা পরীক্ষাতেও আসতে পারে।

১) প্রশ্নঃ কোন ভিত্তিতে ভারতে প্রথম জাতীয় জরুরি অবস্থা?
উত্তরঃ ভারত-চীন যুদ্ধের কারণে ভারতে প্রথম জরুরি অবস্থা জারি করা হয়েছিল। (১৯৬২ সালের ২৬শে অক্টোবর)।

২) প্রশ্নঃ কোন দিন ‘সন্ত্রাস বিরোধী দিবস’ পালন করা হয়??
উত্তরঃ ২১শে মে।

৩) প্রশ্নঃ ভারতের সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার কে?
উত্তরঃ রাষ্ট্রপতি।

৪) প্রশ্নঃ ‘ইনক্লাব জিন্দাবাদ’ স্লোগানটি কে দিয়েছিলেন?
উত্তরঃ ভগত সিং।

৫) প্রশ্নঃ সূর্যের আলো থেকে কোন ভিটামিন পাওয়া যায়?
উত্তরঃ ভিটামিন ডি।

৬) প্রশ্নঃ ৭৬ বছর অন্তর কোন ধূমকেতু নক্ষত্রের আবির্ভাব হয়?
উত্তরঃ হ্যালির ধুমকেতু।

Image

৭) প্রশ্নঃ ভারতে কখন ও কোথায় প্রথম পারমাণবিক পরীক্ষা করা হয়েছিল?
উত্তরঃ ১৯৭৪ সালে ১৪ই মে রাজস্থানের পোখরানে।

৮) প্রশ্নঃ ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কি?
উত্তরঃ ভারতরত্ন পুরস্কার।

৯) প্রশ্নঃ ভারতের কোন বিজ্ঞানী ‘মিসাইল ম্যান’ নামে পরিচিত?
উত্তরঃ ডক্টর এপিজে আবদুল কালাম।

১০) প্রশ্নঃ রূপার রাসায়নিক প্রতীক কি?
উত্তরঃ Ag

১১) প্রশ্নঃ ভারতের কোন শহর ‘আনন্দের শহর’ নামে পরিচিত?
উত্তরঃ কলকাতা।

১২) প্রশ্নঃ ভারতের কোন জায়গা চা বাগান এবং টয় ট্রেনের জন্য বিখ্যাত?
উত্তরঃ পশ্চিমবঙ্গের দার্জিলিং।

১৩) প্রশ্নঃ কে ‘ভারতের রাতের যোদ্ধা’ নামে পরিচিত?
উত্তরঃ রানী পদ্মিনী।

Image

১৪) প্রশ্নঃ নোবেল শান্তি পুরস্কার বিজয়ী প্রথম ভারতীয় কে?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

১৫) প্রশ্নঃ এমন কোন জিনিস ছেলে মাকে দিতে পারে, কিন্তু মা ছেলেকে দিতে পারে না?
উত্তরঃ মা বলে ডাক এবং ছেলের ভালোবাসা।