মেয়েদের শরীরে জলের তৈরি এমন কোন জিনিস যা রোদেও শুকিয়ে যায় না?

রোদেও শুকিয়ে যায় না, সেটা কোন জিনিস?

Interview Questions: ছাত্র-ছাত্রীরা পড়াশোনার পাশাপাশি বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে থাকে। তবে এর জন্য পাঠ্য বিষয়ের পাশাপাশি সাম্প্রতিক ঘটনা এবং সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি জেনে রাখা উচিত। এছাড়া উপস্থিত বুদ্ধির যাচাইয়ের জন্য কিছু প্রশ্ন এমন ভাবে ঘুরিয়ে করা হয় যা শুনে অনেকেই অবাক হয়ে ওঠেন। যাইহোক এই প্রতিবেদনে তেমনি কয়েকটি প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে।

১) প্রশ্নঃ বিখ্যাত কোহিনূর হীরা কোথা থেকে পাওয়া যায়? 
উত্তরঃ হায়দ্রাবাদের কাছে গোলকুণ্ডা খনি থেকে।

২) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক মন্দির রয়েছে?
উত্তরঃ তামিলনাড়ু।

৩) প্রশ্নঃ ভারতের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের স্থান মৌসিনরাম কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ মেঘালয়।

৪) প্রশ্নঃ পৃথিবীর এমন কোন হ্রদ প্রতি ১২ বছর পরপর মিষ্টি ও নোনা জলে পরিবর্তিত হয়?
উত্তরঃ তিব্বতের উরোৎসো হ্রদ।

৫) প্রশ্নঃ প্রথম ভারতীয় ডাক টিকিট কবে ও কোথায় ছাপা হয়েছিল?
উত্তরঃ জুলাই, ১৯৫৪ সালে কলকাতায়।

৬) প্রশ্নঃ সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন?
উত্তরঃ মিরা সাহেব ফাতেমা বিবি।

৭) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি?
উত্তরঃ পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু হলো জয়ী সেতু। এটি কোচবিহার জেলার হলদিবাড়ি এবং মেখলীগঞ্জ শহরকে যুক্ত করেছে। এর দৈর্ঘ্য প্রায় ২.৭০৮ কিলোমিটার। তিস্তা নদীর ওপর অবস্থিত।

Image

৮) প্রশ্নঃ ভারতের জাতীয় সঙ্গীত বন্দেমাতরম কোথা থেকে নেওয়া হয়েছে?
উত্তরঃ ভারতের জাতীয় সঙ্গীত ১৮৮২ সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছে।

৯) প্রশ্নঃ ভারতের সবচেয়ে বড় জেলা কোনটি?
উত্তরঃ গুজরাটের কচ্ছ জেলা হলো ভারতের সবচেয়ে বড়ো জেলা।

১০) প্রশ্নঃ সংবিধানের রচয়িতা ভীমরাও রামজি আম্বেদকর কোথায় জন্মেছিলেন?
উত্তরঃ মধ্যপ্রদেশের মহোও-তে।

১১) প্রশ্নঃ গণপরিষদ কবে জাতীয় পতাকার নকশা অনুমোদন করে?
উত্তরঃ ১৯৪৭ সালের ২২ জুলাই।

১২) প্রশ্নঃ কোন এলাকাকে পৃথিবীর ছাদ বলা হয়?
উত্তরঃ পামির মালভূমিকে।

Image

১৩) প্রশ্নঃ ভারতের শীতলতম শুষ্কতম অঞ্চল কোনটি?
উত্তরঃ লেহ — সমৃদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১১ হাজার ফুটের বেশি উচ্চতায় এই শহর ভারতের সবচেয়ে শুষ্কতম স্থান হিসেবে পরিচিত।

১৪) প্রশ্নঃ ভারতের প্রমাণ দ্রাঘিমা কোন শহরের উপর দিয়ে কল্পিত?
উত্তরঃ এলাহাবাদ শহর।

১৫) প্রশ্নঃ মেয়েদের শরীরে জলের তৈরি এমন কোন জিনিস যা রোদেও শুকিয়ে যায় না?
উত্তরঃ ঘাম (নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রে এই একই। শুধু বিভ্রান্ত করার জন্য প্রশ্নের মধ্যে মেয়ের প্রসঙ্গে ঢুকিয়ে দেওয়া হয়)।