ইন্টারভিউ: মানুষ কোন কাজটি জীবিত অবস্থায় করতে পারে না, কিন্তু মৃত্যুর পর অবশ্যই পারে?

মানুষ জীবিত অবস্থায় যা করতে না পারে, তা মৃত্যুর পর করে, সেটা কী?

Interview Questions: লিখিত পরীক্ষায় পাশ করার পর কেবল যোগ্য প্রার্থীরাই ইন্টারভিউ ক্লিয়ার করতে পারেন। ইন্টারভিউ চলাকালীন বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়। কখনো কখনো প্রার্থীদের উপস্থিত বুদ্ধি যাচাইয়ের জন্য এমন কিছু প্রশ্ন ঘুরিয়ে করা হয় যার সঙ্গে অনেকেই অবাক হন। এবার এক নজরে তেমনি কিছু প্রশ্নের উত্তর দেখে নিন।

১) প্রশ্নঃ ‘সাদা হাতির দেশ’ কাকে বলা হয়?
উত্তরঃ থাইল্যান্ডকে (Thailand)।

২) প্রশ্নঃ পশ্চিমবঙ্গে জাতীয় উদ্যান কটি রয়েছে?
উত্তরঃ ৬টি।

৩) প্রশ্নঃ কলকাতায় মেট্রো রেল কবে চালু হয়েছিল?
উত্তরঃ ১৯৮৪ সালে

৪) প্রশ্নঃ ভারতের সবচেয়ে পবিত্র পর্বত কোনটি?
উত্তরঃ কৈলাস পর্বত (Kailash)।

৫) প্রশ্নঃ মেয়েরা ১৮ বছর হলে, কী দেওয়ার যোগ্য হয়ে ওঠে?
উত্তরঃ ভোট দেওয়ার যোগ্য হয়ে ওঠে (বিভ্রান্ত করার জন্য এমন প্রশ্ন করা হয়)।

৬) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু (Jyoti Bose) পুরো নাম কী?
উত্তরঃ জ্যোতিরিন্দ্র বসু।

৭) প্রশ্নঃ আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত?
উত্তরঃ সপ্তম স্থান।

৮) প্রশ্নঃ বর্তমানে ভারতের সবচেয়ে ধনী মহিলার নাম কী?
উত্তরঃ ওপি জিন্দাল গ্রুপের চেয়ারম্যান সাবিত্রী জিন্দাল (Savitri Jindal)।

Image

৯) প্রশ্নঃ এইচটিসি (HTC) মোবাইল সংস্থাটি কোন দেশের?
উত্তরঃ তাইওয়ান।

১০) প্রশ্নঃ কোন বিজ্ঞানী ‘রক্তের গ্রূপ’ (Blood Group) আবিষ্কার করেন?
উত্তরঃ কার্ল ল্যান্ডস্টেইনার।

১১) প্রশ্নঃ স্বর্ণ উৎপাদনে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ কোনটি?
উত্তরঃ চীন।

১২) প্রশ্নঃ জিকা ভাইরাস (Zika virus) কিসের মাধ্যমে ছড়ায়?
উত্তরঃ মশার মাধ্যমে।

১৩) প্রশ্নঃ কোন দেশকে বিশ্বের বৃহত্তম দ্বীপ বলা হয়?
উত্তরঃ গ্রিনল্যান্ডকে (Greenland)।

Image

১৪) প্রশ্নঃ ভারতবর্ষের দীর্ঘতম রেলওয়ে প্লাটফর্ম কোনটি?
উত্তরঃ বিশ্বের দীর্ঘতম স্টেশন প্ল্যাটফর্ম ১,৩৫৫.৪০ মিটার দীর্ঘ, যা ভারতের গোরক্ষপুর (Gorakhpur) জংশনে অবস্থিত।

১৫) প্রশ্নঃ মানুষ কোন কাজটি জীবিত অবস্থায় করতে পারে না, কিন্তু মৃত্যুর পর অবশ্যই পারে?
উত্তরঃ অঙ্গদান (তবে কিছু কিছু ক্ষেত্রে মানুষ জীবিত অবস্থায় অঙ্গদান করতে পারে)।