কুইজ : জানেন কোন দেশের পতাকায় সাদা, লাল বা নীল রঙ নেই? 

সাদা, লাল অথবা নীল রঙের কোন চিহ্ন নেই কোন দেশের পতাকায়?

General Knowledge Quiz : মেধাবী ছাত্র-ছাত্রীরা তাদের পড়াশোনা পাঠ শেষ করার পর চাকরির জন্য বিশেষভাবে প্রস্তুতি নেয়। এই সময় তারা পাঠ্য বিষয়ের পাশাপাশি বিভিন্ন কুইজ কারেন্ট অ্যাফেয়ার্স ও সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি জানার চেষ্টা করে। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হল, এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ কোন প্রাণী একদিনের ৩৬০০ কেজি খাবার খেতে পারে?
উত্তরঃ বিশ্বের বৃহত্তম প্রাণী নীল তিমি একদিনে প্রায় ৩৬০০ কেজি খাবার খেতে পারে।

২) প্রশ্নঃ জানেন টাইটানিক জাহাজ তৈরি করতে কত বছর সময় লেগেছিল?
উত্তরঃ টাইটানিক জাহাজ তৈরি করতে প্রায় পাঁচ বছর সময় লেগেছিল।

৩) প্রশ্নঃ বলুন তো কোন গ্রহের ৯৫ টি উপগ্রহ রয়েছে?
উত্তরঃ আসলে, বৃহস্পতি গ্রহের ৯৫টি উপগ্রহ রয়েছে।

৪) প্রশ্নঃ জানেন সুপারস্টার ও মেগাস্টারের মধ্যে পার্থক্য কি?
উত্তরঃ যখন কোন অভিনেতা দেশের মধ্যে বিখ্যাত হয়ে ওঠে তাকে সুপারস্টার আর সেই সুপারস্টার যখন বিদেশেও জনপ্রিয় হয়ে ওঠে তখন তাকে মেগাস্টার বলা হয়।

৫) প্রশ্নঃ ভারতে মোবাইল ফোনে প্রথম কারা কথা বলেছিল?
উত্তরঃ ১৯৯৫ সালে তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং টেলিকম মন্ত্রী সুখ রাম মোবাইল ফোনের মাধ্যমে কথা বলেছিলেন।

Image

৬) প্রশ্নঃ সত্যজিৎ রায় সৃষ্ট গোয়েন্দা চরিত্র ফেলুদা’র আসল নাম কি?
উত্তরঃ প্রদোষ চন্দ্র মিত্র।

৭) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের একমাত্র মহিলা রাজ্যপাল কে ছিলেন?
উত্তরঃ পদ্মজা নাইডু (১৯৫৬ সাল।

৮) প্রশ্নঃ ভারতের রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যের সীমানাযুক্ত রাজ্য কোনটি?
উত্তরঃ ঝাড়খন্ড।

৯) প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কোন নাটকটি নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেছিলেন?
উত্তরঃ তাসের দেশ।

Image

১০) প্রশ্নঃ জানেন কোন দেশের পতাকায় সাদা, লাল বা নীল রঙ নেই? 
উত্তরঃ জামাইকা একমাত্র দেশ যে দেশের পতাকায় সাদা, লাল অথবা নীল রঙের কোন চিহ্ন নেই। এদেশের পতাকার রয়েছে হলুদ, কালো এবং সবুজ।