GK কুইজ : বিশ্বের কোন দেশটির অস্তিত্ব নেই, তবুও সেখানে মানুষ বাস করে?

বাস্তবে দেশটির অস্তিত্ব নেই, তবু সেটাকে দেশ বলে অনেকেই মনে করেন

General Knowledge Quiz: আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষা কিংবা চাকরি পরীক্ষায় পাশ করার পর ইন্টারভিউ এর জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স গুলো জেনে রাখা খুবই প্রয়োজন। এর মাধ্যমে আপনি দেশ-বিদেশের অনেক তথ্য জানতে পারেন। যার দরুন আপনার নলেজ বৃদ্ধি পায়। এছাড়া মানুষের পড়তেও ভালোবাসে। এই প্রতিবেদনে তেমনি কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসা হলো।

১) প্রশ্নঃ ‘মস্তিষ্কের জ্বর’ নামে পরিচিত কোন রোগটি?
উত্তরঃ জাপানি এনসেফেলাইটিস।

২) প্রশ্নঃ বীণাপাণি কোন দেবীর অপর নাম?
উত্তরঃ সরস্বতী।

৩) প্রশ্নঃ জ্যোতিষ শাস্ত্র অনুসারে মোট কয়টি রাশি রয়েছে?
উত্তরঃ ১২টি।

৪) প্রশ্নঃ একটি খারিফ ফসলের উদাহরণ?
উত্তরঃ ধান।

৫) প্রশ্নঃ কোন প্রাণীটি এক সপ্তাহ বা তার বেশি সময় মাথা ছাড়াও বাঁচতে পারে?
উত্তরঃ আরশোলা।

৬) প্রশ্নঃ মহাভারত অনুসারে ভীষ্ম, কর্ণ ও দ্রোণাচার্য কোন গুরুর শিষ্য ছিলেন?
উত্তরঃ পরশুরামের।

৭) প্রশ্নঃ ব্রিটিশ ব্র্যান্ডের গাড়িগুলির মধ্যে কোনটি ভারতীয় কোম্পানির মালিকানাধীন?
উত্তরঃ ল্যান্ড রোভার (Land Rover)।

Image

৮) প্রশ্নঃ কোন স্বাধীনতা সংগ্রামী ‘ইন্ডিয়া ডিভাইডেড’ বইটির রচনা করেছেন?
উত্তরঃ ডঃ রাজেন্দ্র প্রসাদ।

৯) প্রশ্নঃ সাধারণ কম্পিউটার কিবোর্ড এর সবচেয়ে লম্বা বোতাম কোনটি?
উত্তরঃ স্পেসবার।

১০) প্রশ্নঃ কোন মসলাটি আসলে একটি শুকনো পাতা?
উত্তরঃ তেজপাতা।

১১) প্রশ্নঃ কোন শহরের নাম পরিবর্তন করে গুরুগ্রাম করা হয়েছে?
উত্তরঃ গুরগাঁও।

১২) প্রশ্নঃ কোন ভারতীয় প্রাক্তন প্রধানমন্ত্রী গুজরাটে জন্মগ্রহণ করেছিলেন?
উত্তরঃ মোরাজি দেশাই।

১৩) প্রশ্নঃ মোবাইল কোম্পানি অ্যাপেল দ্বারা তৈরি অপারেটিং সিস্টেমটির নাম কী?
উত্তরঃ iOS

১৪) প্রশ্নঃ কোন জুটির পরিচালনায় হিন্দি চলচ্চিত্র সবচেয়ে বেশি পরিচিত?
উত্তরঃ আব্বাস-মাস্তান।

১৫) প্রশ্নঃ বিশ্বের কোন দেশটির অস্তিত্ব নেই, তবুও সেখানে মানুষ বাস করে?
উত্তরঃ ওয়েস্ট ইন্ডিজ (West Indies)। আসলে ওয়েস্ট ইন্ডিজ বলে কোন দেশই নেই। এটি শুধুমাত্র একটি ক্রিকেট দলের নাম। ক্যারিবীয় অঞ্চলের ১৩টি দেশের ক্রিকেট বোর্ড ওয়েস্ট ইন্ডিজ নামে একটি দল গঠন করে।