বিশ্বে এমন একটি দেশ আছে সেখানকার নাগরিকরা সংখ্যালঘু, দখল নিয়েছে বিদেশীরা

জানেন কোন দেশের নাগরিকরা তাদের দেশে সংখ্যালঘু

বর্তমান পৃথিবীতে মোট ১৯৫টি দেশ রয়েছে। এছাড়াও বেশ কিছু দেশ রয়েছে যেগুলো এখনো জাতিসংঘ দ্বারা স্বীকৃতি পায়নি। তবে প্রতিটি দেশেই নাগরিকরা সংখ্যায় তাদের দেশের সংখ্যাগরিষ্ঠ। কিন্তু এমন একটি দেশের কথা জানা গেছে, যেখানকার নাগরিকরা তাদের দেশেই সংখ্যালঘু (Minority)।

আসলে বিদেশীরা দখল করে রয়েছে। যদিও এই দেশটিকে বিশ্বের সবচেয়ে ধনী রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয়। এমনকি বড় বড় ধনী ব্যক্তিদেরও এ দেশটি অত্যন্ত প্রিয় জায়গা। শুধু তাই নয়, এই দেশটির মুদ্রার মূল্য আমেরিকান ডলারের চেয়েও বেশি। এবার নিশ্চয়ই অনুমান করতে পারছেন কোন দেশের কথা বলা হয়েছে?

Image

আসলে এই দেশটি ‘তেলের ভান্ডার’ হিসেবে পরিচিত এবং এই কারণেই বিশ্বের সবচেয়ে ধনী দেশের তালিকায় আসে। এখানে কাতার (Qatar) দেশের সম্পর্কে বলা হয়েছে। জেনে অবাক হবেন, এখানকার নাগরিকরা নিজের দেশেই সংখ্যালঘুর ভূমিকায় রয়েছে।

Image

কাতারের মোট জনসংখ্যা প্রায় ২৭ লাখ, এর মধ্যে মোট জনসংখ্যার মাত্র ১২% মানুষের কাছে কাতারের নাগরিকত্ব রয়েছে আর বাকি মানুষ বিদেশী। যদিও সেখানকার নাগরিকরা অবশ্যই সমস্ত সুযোগ-সুবিধা ভোগ করে কিন্তু তারা নিজের দেশের সংখ্যালঘু-সম্প্রদায় হিসেবে গণ্য হয়।

Image

এছাড়াও কাতার দেশকে সবচেয়ে সুরক্ষিত ও নিরাপদ দেশগুলির মধ্যে গণ্য করা হয়। এখানকার আধুনিকতা ও ঐতিহ্যের সংমিশ্রণ থাকায় বিশ্বের বিভিন্ন প্রান্তের ভ্রমণপিপাসু মানুষেরা প্রতিবছর এখানে এসে ভিড় করেন। উল্লেখ্য, পারস্য উপসাগরের ছোট্ট এই দেশটি বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ হিসেবেও পরিচিত।