অধিনায়ক বিরাট কোহলি ও রোহিত শর্মার ক্যাপ্টেন্সির মধ্যে তিনটি বড় পার্থক্য রয়েছে

টিম ইন্ডিয়ার দুই মেরুদন্ড বিরাট কোহলি ও রোহিত শর্মা যারা দলের উন্নতিতে খুবই গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সম্প্রতি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পরাজয়ের পর অনেকেই বিরাট কোহলির নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ কেউ রোহিত শর্মাকে অধিনায়কত্ব দেওয়ার দাবি তুলেছেন।

ভারতীয় দলকে কে নেতৃত্ব দেবে তা সম্পূর্ণ বিসিসিআইয়ের হাতে রয়েছে। তবে এখনো অব্দি এই দুই ক্রিকেটারের নেতৃত্ব দেওয়ার ব্যাপারে যে ৩টি বড় পার্থক্য রয়েছে, এবার সেই বিষয়ে জেনে নেওয়া যাক:-  

১) আগ্রাসী ও শান্তশিষ্ট অধিনায়ক:

বিরাট কোহলি সর্বদা আগ্রাসী মনোভাবের জন্য পরিচিত। যদি মাঠে কেউ ক্যাচ ফেলে দেয় বা খারাপভাবে ফিল্ডিং করে তাহলে জোরে চিৎকার করতে দেখা যায়। এমনকি বোলারদের খারাপ পারফরমেন্সেও ক্ষোভ উগরে দেন। 

India skipper Virat Kohli talks about DRS confusion involving Australia's  Matthew Wade

এদিক দিয়ে রোহিত শর্মা পুরোপুরি আলাদা। মাঠের মধ্যে তাকে খুবই স্বাচ্ছন্দ্যময় এবং শান্তশিষ্ট দেখায়। বহু খেলোয়াড় রোহিতের অধিনায়কত্ব নিয়ে প্রশংসা করে একথা বলেছেন।  

২) DRS নেওয়ার ক্ষেত্রে রোহিত এগিয়ে: 

কোহলির DRS নেওয়ার বিষয়টি অধিকাংশ ক্ষেত্রেই ভুল প্রমাণিত হয়। অনেক ক্রিকেট বিশেষজ্ঞ তাদের বিবৃতিতে এও বলেছেন যে DRS নেওয়ার ক্ষেত্রে বিরাট কোহলি খুবই কাঁচা আর এর ফল ভোগ করতে হয় ভারতীয় লকে।

Virat Kohli DRS Record: विराट कोहली DRS पर फिर चूके, दो साल में सिर्फ दो बार

তবে রোহিত শর্মা বিরাটের থেকে এই ক্ষেত্রে এক ধাপ এগিয়ে। আইপিএল হোক বা ভারতীয় দলে বেশিরভাগ ক্ষেত্রে তার সিদ্ধান্তগুলি সফল হয় এবং সবচেয়ে বড় কথা হল তিনি কখনো DRS নিতে তাড়াহুড়ো করেন না। 

৩) কোহলি বারবার পরিবর্তন আনেন, রোহিত তা করেন না:  

এই দুজন অধিনায়কের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো — আইপিএল হোক বা ভারতীয় দলে বিরাট কোহলি নিয়মিত একাদশে পরিবর্তন আনেন। আশ্চর্যের বিষয়, বিরাট কোহলি তার অধিনায়কত্বের প্রথম ৩৭টি ম্যাচে প্রতিবার একাদশে পরিবর্তন এনেছিলেন।    

For Rohit Sharma, hitting the ball in air isn't a crime | Cricket News -  Times of India

আর এদিকে রোহিত শর্মা তিনি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স এর অধিনায়ক এবং তার দলকে পাঁচবার চ্যাম্পিয়ন করেছেন। যে বিষয়টি রোহিতকে বিশেষ করে তুলেছে তা হল তিনি নিজের দলের প্রতি বিশ্বাস রাখেন এবং দলে পরিবর্তন আনেন না বললেই চলে।