এমন কোন জিনিস মেয়েরা খেতে পারে কিন্তু ছেলেরা হাজার চেষ্টা করলেও পারে না?

Interview Questions: চাকরির পরীক্ষায় লিখিতভাবে সফল হওয়ার পর সেই ব্যক্তিকে ইন্টারভিউ এর জন্য ডাকা হয়। এই সময় যারা ইন্টারভিউ নেন, তারা সাধারণ জ্ঞান থেকে শুরু করে বিভিন্ন পাঠ্য বিষয়ের পাশাপাশি মানুষের জীবন সম্পর্কিত এমন কিছু প্রশ্ন ঘুরিয়ে করেন, যাতে ওই প্রার্থীর উপস্থিত বুদ্ধি সম্পর্কে ধারণা পাওয়া যায়। অনেক সময় প্রার্থীরা সহজেই বিভ্রান্ত হয়ে পড়েন। এই প্রতিবেদনে তেমনি কয়েকটি প্রশ্ন ও উত্তর নিয়ে আসা হয়েছে।

১) প্রশ্ন: উড়োজাহাজের চাকায় কোন গ্যাস ভর্তি থাকে?
উত্তর: নাইট্রোজেন গ্যাস।

২) প্রশ্ন: ভারতের সবচেয়ে পরিষ্কারতম শহর কোনটি?
উত্তর: ভারতের সবচেয়ে পরিষ্কার শহরটি হল ইন্দোর।

৩) প্রশ্ন: সাপ বারবার তার জিভ বের করে কেন?
উত্তর: সাপ তার জীবের মাধ্যমে অক্সিজেন নেয় ও গন্ধ শোঁকে।

৪) প্রশ্ন: চিনি রাখার পাত্রে কী রাখলে পিঁপড়ে ধরে না?
উত্তর: লবঙ্গ। 

৫) প্রশ্ন: কোন দেশের রাস্তার রঙ নীল?
উত্তর: কাতারের রাজধানীর রাস্তার সমস্ত রঙ নীল।

Image

৬) প্রশ্ন: নীল আর্মস্ট্রং চাঁদের বুকে কতক্ষণ ছিলেন?
উত্তর: প্রায় ২ ঘণ্টা ১৩ মিনিট।

৭) প্রশ্ন: কোন প্রাণী জন্মবার পর প্রায় দু মাস পর্যন্ত ঘুমায় না?
উত্তর: ভাল্লুকের বাচ্চা।

৮) প্রশ্ন: ডিম পচে গেলে জলে ভাসে কেন?
উত্তর: ডিম পচে গেলে তার মধ্যে গ্যাস হতে শুরু করে তাই জলের উপরে ভাসে।

৯) প্রশ্ন: একটা ATM মেশিনের সর্বোচ্চ কত টাকা থাকে?
উত্তর: আনুমানিক ২০ লক্ষ টাকা।

১০) প্রশ্ন: T20 খেলায় ‘T’ এর অর্থ কী?
উত্তর: T20 মানে হল টোয়েন্টি টোয়েন্টি খেলা, তাই এখানে T এর অর্থ টোয়েন্টি।

১১) প্রশ্ন: করোনা এর বাংলার অর্থ কী?
উত্তর: করোনা একটি ল্যাটিন শব্দ, যার বাংলা অর্থ হল মুকুট।

১২) প্রশ্ন: কোন দেশের সরকারি কর্মচারীরা সাইকেল চালিয়ে কাজে এলে অতিরিক্ত বেতন দেওয়া হয়?
উত্তর: নেদারল্যান্ড।

Image

১৩) প্রশ্ন: BMW কোন দেশের গাড়ি সংস্থা?
উত্তর: জার্মানি।

১৪) প্রশ্ন: এশিয়া মহাদেশে মোট কতগুলি দেশ রয়েছে?
উত্তর: এশিয়া মহাদেশে ভারত সহ ৪৮টি দেশ রয়েছে।

১৫) প্রশ্ন: এমন কোন জিনিস মেয়েরা খেতে পারে কিন্তু ছেলেরা হাজার চেষ্টা করলেও পারে না?
উত্তর: নিজের বরের হাতে রান্না (প্রার্থীকে বিভ্রান্ত করার উদ্দেশ্যেই এমন প্রশ্ন করা হয়েছিল)।