GK কুইজ : ডিমের হলুদ অংশটা কুসুম, ডিমের সাদা অংশটার নাম কী জানেন?

জানেন ডিমের সাদা অংশের নাম কী?

General Knowledge Quiz: ছাত্রছাত্রীদের জীবনের অন্যতম প্রধান লক্ষ্য থাকে যে কোনও উপায়ে চাকরি করে নিজের পায়ে দাঁড়ানো। আর বর্তমান এই প্রতিযোগিতার বাজারে চাকরি পাওয়া খুব সহজ কথা নয়। সরকারি চাকরি পাওয়া তো আরও কঠিন। তবে চাকরি পেতে গেলে বিষয়ভিত্তিক পড়াশোনার পাশাপাশি প্রয়োজন সাধারণ জ্ঞান।

অনেকেই প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভাল ফল করতে আজকাল নানা কোচিং নেন। আপনিও যদি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নেন তাহলে জেনে থাকবেন চাকরির পরীক্ষায় ইন্টারভিউ রাউন্ডে চাকরিপ্রার্থীদের বিভিন্ন ধরনের সাধারণ জ্ঞানের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়।

সাধারণ জ্ঞানের যথেষ্ট চর্চা না থাকলে সেগুলির সঠিক উত্তর দেওয়া সম্ভব হবে না। বিভিন্ন প্রতিবেদনে তাই আমরা নিয়ে আসছি এই ধরনের প্রশ্ন ও উত্তর। আজও তেমন কিছু প্রশ্ন ও উত্তরে চোখ বুলিয়ে নেওয়া যাক।

১) প্রশ্নঃ কোন দেশ মহাত্মা গান্ধীর চশমা কিনেছিল?
উত্তরঃ আমেরিকা (America)।
২) প্রশ্নঃ কোন প্রাণীর রক্তের সাথে মানুষের রক্তের মিল আছে?
উত্তরঃ মানুষের এবং গবাদি পশুর রক্তের গ্রুপগুলি খুব মিল।
৩) প্রশ্নঃ কোন কোম্পানি সমুদ্রের বর্জ্য থেকে জুতা তৈরি করে?
উত্তরঃ অ্যাডিডাস (Adidas)।
৪) প্রশ্নঃ ভূমিকম্প আসার আগে কোন প্রাণীটি জানতে পারে?
উত্তরঃ মাছ।

Image

৫) প্রশ্নঃ জল না খেয়ে মানুষ কত দিন বাঁচতে পারে?
উত্তরঃ ৭ দিন।
৬) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে দুটি রাজধানী রয়েছে?
উত্তরঃ জম্মু ও কাশ্মীর।
৭) প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে বেশি ভূমিকম্প কোথায় হয়?
উত্তরঃ জাপানে।
৮) প্রশ্নঃ অস্ট্রেলিয়ার জাতীয় পশু কোনটি?
উত্তরঃ ক্যাঙ্গারু (Kangaroo)।

৯) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে ভাসমান পোস্ট অফিস রয়েছে?
উত্তরঃ জম্মু ও কাশ্মীরে।
১০) প্রশ্নঃ মহাকাশে সূর্যকে কোন রঙের দেখায়?
উত্তরঃ সাদা।
১১) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যটি ইংরেজদের কখনোই গোলাম ছিল না?
উত্তরঃ গোয়া (Goa)।
১২) প্রশ্নঃ ডিমের হলুদ অংশটা কুসুম, ডিমের সাদা অংশটার নাম কী জানেন?
উত্তরঃ অ্যালবুমেন (Albumen)।