পুরুষরা যে পাঁচটি জিনিস গুগলে সবচেয়ে বেশি সার্চ করেন, উঠে এল চাঞ্চল্যকর তথ্য

যেকোনো বিষয় অনুসন্ধানের জন্য গুগল সার্চ বিশ্বব্যাপী জনপ্রিয়। গুগলে কোটি কোটি ওয়েবসাইট রয়েছে যাতে ব্যবহারকারী তার তথ্যটি খুঁজে পায়। তথ্যপ্রযুক্তির যুগে এখন সবচেয়ে কৌতুহল বিষয়ে সমাধানের অন্যতম মাধ্যম হল গুগল।  

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্বাস্থ্য বিষয়ক বা যেকোন জিজ্ঞাসা থেকে শুরু করে ঘর গোছানো — প্রতিটা সমাধান সমস্যা সমাধানের জন্য অনেকেই গুগলের সাহায্য নিয়ে থাকেন। এবার frommars.com এর একটি গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।

What Buyers Want, According to Google

👉🏻 এবার দেখে নিন পুরুষরা গুগলের সব যে কি কি সার্চ করে থাকেন:-

১) ৬৮,৬০০ জন ব্যবহারকারী গুগল সার্চ করেছিলেন শীঘ্র’পতন আদৌ পুরুষত্বহীনতার লক্ষণ কিনা।

২) ৬৮,৪০০ জন ব্যবহারকারী গুগলে অনুসন্ধান করেছিলেন শেভ করলে গালে দাড়ি বৃদ্ধি আরও বাড়ে কিনা

৩) ৬১,২০০ জন ব্যবহারকারী গুগলের সার্চ করেছেন স্তন ক্যান্সার আদৌ কি পুরুষদের হয়?

৪) ৫২,১০০ জন গুগলের সার্চ করছেন পড়লে বা চুলের ঝুটি পারলে কিংবা বেনী করলে চুল বেশি ঝড়ে কিনা।

৫) ৫১,০০০ জন ব্যবহারকারী পুরুষ সার্চ করে লিখেছেন ব্যায়ামের পর কতটা পরিমাণে কি কি প্রোটিন খাওয়া উচিত।

➡ সম্প্রতি frommars.com পক্ষ থেকে এমনটাই তথ্য প্রকাশ করা হয়েছে। তবে চিকিৎসক গবেষকরা বলছেন, গুগল থেকে পাওয়া তথ্য অনুসরণ করে প্রতিবছর এক মিলিয়নের বেশি মানুষ সমস্যায় পড়েন।