আপনার জন্য কোন পেশা সঠিক? রাশি অনুযায়ী হলে কখনোই অর্থ কষ্টে পড়তে হবে না (২)

👉🏻 প্রথম পাতার পর:

তুলা রাশি: এই রাশির জাতক-জাতিকারা পরোপকার এবং অন্যের সঙ্গে যোগাযোগ তোলার ক্ষেত্রে এদের বিকল্প হয় না। তাই লইয়ার, রিসোর্স ম্যানেজার হিসেবে এরা কর্মক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারেন।

বৃশ্চিক রাশি: এই রাশির জাতক-জাতিকারা অত্যন্ত কৌতুহলী স্বভাবের হয় এবং যেকোনো চ্যালেঞ্জকে গ্রহণ করতে পছন্দ করেন। তাই এদের ক্ষেত্রে ইঞ্জিনিয়ার, ফিনান্সিয়াল কাউন্সিলর, মার্কেট অ্যানালাইস্টি এর মত পদগুলি উপযুক্ত ক্ষেত্র হতে পারে।

ধনু রাশি: এই রাশির জাতক-জাতিকারা অস্থির স্বভাবের জন্যই পরিচিত হয়ে থাকে তাই যেকোনো কাজে অভিনবত্ব থাকে। তাই এরা পেশাতেও উন্নত করতে পারেন। এদের ক্ষেত্রে ট্রাভেল এজেন্ট, আর্কিটেক্ট, হসপিটালিটি ওয়ার্কার হিসেবে উপযুক্ত হতে পারে।

মকর রাশি: এই রাশির জাতক-জাতিকারা আর্থিক বিষয়ে অত্যন্ত প্রখর হন এবং নেতৃত্ব দানের ক্ষমতা রাখেন। তাই এদের ক্ষেত্রে ফিনান্স, ম্যানেজমেন্ট, ব্যাংকিং, অ্যাকাউন্টিং, ল, অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারেন।

কুম্ভ রাশি: এই রাশির জাতক-জাতিকারা সৃজনশীল এবং কৌতূহল প্রবণ হলেও ভবিষ্যতের ব্যাপারে তেমন কোনো পরিকল্পনা থাকে না। অত্যন্ত মানবিক স্বভাবের হয়ে থাকেন। তাই এরা ডিজাইনার, নভোচারী কিংবা সমাজকর্মী হিসেবে এরা খ্যাতি অর্জন করতে পারেন।

মীন রাশি: এই রাশির জাতক-জাতিকারা সবকিছু বিচার করেন নিজস্ব দৃষ্টিভঙ্গি ধারা। তাই এদের ক্ষেত্রে আর্টিস্ট, এডুকেটর, কাউন্সিলর, সাইকিক, অ্যাস্ট্রোলজার হিসেবে এরা সাফল্যের শিখরে পৌঁছাতে পারেন।