বিরাট কোহলির অভিষেকের পর যে ৫ ব্যাটসম্যান সর্বাধিক সেঞ্চুরি হাঁকিয়েছেন

আজ থেকে প্রায় ১২ বছর আগে (১৮ই আগস্ট ২০০৮) শ্রীলংকার বিরুদ্ধে বিরাট কোহলি ওডিআইতে অভিষেক করেন। এই সময়ের মধ্যে তিনি বহু রেকর্ড ভেঙে দিয়ে বিশ্বের সেরা ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির কথা বললে শচীন টেন্ডুলকারের থেকে তিনি ৩০টি সেঞ্চুরির পেছনে রয়েছেন।

আজকের প্রতিবেদনের চলুন জেনে নেওয়া যাক, বিরাট কোহলির অভিষেকের পর যে ৫ জন ব্যাটম্যান আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরি হাঁকিয়েছেন –

৫) এবি ডি ভিলিয়ার্স: ৩৮টি সেঞ্চুরি

AB de Villiers vs West Indies: Fastest 150 in ODIs and other records

সারা বিশ্বজুড়ে এবি ডি ভিলিয়ার্স ৩৬০° ক্রিকেটার হিসেবে পরিচিত। সকলকে কাঁদিয়ে হঠাৎ তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নেন। এই সময়ে তিনি ৫২ এর বেশি ব্যাটিং গড় নিয়ে ৩৮টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। বর্তমানে তিনি রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেন।

৪) রোহিত শর্মা: ৩৯টি সেঞ্চুরি

OnThisDay: Rohit Sharma scored joint-fastest T20I hundred against ...

ভারতীয় ক্রিকেটের হিটম্যান নামে পরিচিত রোহিত শর্মা। তার ক্যারিয়ারের শুরুটা একেবারেই ভাল ছিলনা। ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওপেনিং এর দায়িত্ব পেয়ে তিনি আকাশছোঁয়া সাফল্য পান। এই সময়ের মধ্যে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ৩৯টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। বর্তমানে তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক। 

৩) ডেভিড ওয়ার্নার: ৪৩টি সেঞ্চুরি

India vs Australia, 4th ODI: David Warner scores century in 100th ...

অস্ট্রেলিয়ার বিস্ফোরক বামহাতি ওপেনার হিসেবে পরিচিত হয়েছেন ডেভিড ওয়ার্নার। তার ব্যাটিং এর ধারাবাহিকতায় দীর্ঘ সময় ধরে ধরে রেখেছেন। এই সময়ের মধ্যে তিনি তার আন্তর্জাতিক ক্যারিয়ারে ৪৩টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। বর্তমানে তিনি সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক।

২) হাশিম আমলা: ৪৭টি সেঞ্চুরি

Hashim Amla: South Africa not dependent on just Faf du Plessis and ...

দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটসম্যান হিসেবে পরিচিত হলেন হাশিম আমলা। একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান হওয়ার সাথে সাথে অসাধারণ শট খেলতেন। এই সময়ের মধ্যে তিনি ৪৭টি সেঞ্চুরি করে দ্বিতীয় স্থানে রয়েছেন।

১) বিরাট কোহলি: ৭০টি সেঞ্চুরি

Virat Kohli Will Score "75-80 ODI Centuries" For India, Predicts ...

রোহিতের মতোই বিরাট কোহলির অভিষেকের পর থেকে ধারাবাহিকতার অভাব দেখা দিয়েছিল। এরপর তিনি চূড়ান্ত সাফল্য লাভ করেন। তিনি ভেঙে দেন বিশ্বের কঠিনতম রেকর্ডগুলি। এখনো পর্যন্ত তিনি মোট ৭০টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। শচীনের শততম সেঞ্চুরি থেকে ৩০ ধাপ পিছিয়ে। বর্তমানে তিনি রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক।