এই গ্রামে শীতকালে সূর্য উঠতো না, সূর্যকে টেনে নামিয়ে আনা হলো

শীতকালে সূর্যের মুখ দেখতে পেতো না গ্রাম, কৃত্রিম উপায়ে সূর্যের আলো আনা হলো

বিশ্বের এমন কিছু জায়গা প্রকৃতি সবসময় তার বিরুদ্ধে থাকে কিন্তু মানুষের কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে প্রকৃতিও হার মেনেছে। এই প্রতিবেদনে এমনই এক গ্রামের কথা বলা হয়েছে যেখানে শীতকাল (Winter) হলেই সূর্যের দেখা যেত না কিন্তু কৃত্রিম উপায়ে সূর্যকে টেনে নামানো হলো অর্থাৎ সূর্যের আলোতে (Sunlight) ভরে উঠলো গোটা গ্রাম।

Image

এই গ্রামে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত রোদের দেখা মিলতো না। টানা চার মাস গ্রামবাসীকে রোদ ছাড়া অবস্থায় থাকতে হতো। এতদিন রোদ না পাওয়ায় তাদের মনের এবং শরীরের উপর খুবই খারাপ প্রভাব পড়তো। তাদের জন্য শীতের দিনগুলো ছিল খুবই কষ্টের।

এই সমস্যার সমাধান বের করার জন্য স্থানীয় প্রশাসন বিশেষভাবে ব্যবস্থা নেয়। সিদ্ধান্ত নেয়া হয়েছে শীতের দিনেও রোদকে নিচে নামিয়ে আনা হবে। আসলে গ্রামটি দুটি পাহাড়ের মাঝে অবস্থিত, সেজন্য শীতকালে রোদের দেখা মিলতো না। তাই শীতকালে রোদ পাওয়ার জন্য পাহাড়ের চূড়ায় একটি স্টিলের তৈরি আয়না (Mirror) লাগানো হয়।

Image

এজন্য একটি পাহাড়ের চূড়াকে বেছে নেওয়া হয়। ১৬ ফুট বাই ২৬ ফুটের বড় একটি আয়নায় সূর্যের আলো পড়ে এবং তা প্রতিফলিত হয়ে গ্রামের উপর এসে পড়ে। কিন্তু আয়না যত বড়ই হোক গোটা গ্রামকে কি আর আলো দিতে পারে! তাই এই গ্রামের একটি বিশেষ স্থানেই পড়তে শুরু করল প্রতিফলিত রোদ। সেটাই কম কিসের..

Image

প্রশাসনের এই কৃত্রিম বুদ্ধিমতাকে গোটা গ্রামবাসী স্যালুট জানালো এবং সকলেই খুশিতে মেতে উঠলো। আসলে এই গ্রামটি হল ইতালির দেশের ভিগানেলা (Viganella) নামক একটি গ্রাম। গ্রামটিতে প্রায় ২০০ জন মানুষ বসবাস করেন। ২০০৬ সালে পাহাড়ের চূড়ায় আয়না বসিয়ে প্রতিফলিত রোদ আনা শুরু হয়। এখন গ্রামবাসীর শারীরিক ও মানসিক সমস্যাও মিটে গেছে।