GK প্রশ্ন : জানেন কাকে মশলার রানী বলা হয়? ৯৯% মানুষের অজানা

মশলার রানী কাকে বলা হয় জানেন?

General Knowledge Quiz : ভারতবর্ষে সর্বাধিক পরিমাণে মশলা উৎপাদিত হয়। বিশেষ করে কেরালার মতো রাজ্যের প্রায় সকল প্রকার মশলার চাষ হয়, এই কারণে এই রাজ্যকে মশলা বাগানও বলা হয়। তবে জানেন কি মশলার রানী কাকে বলে? এই প্রতিবেদনে এমনই কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হল, যা আপনার সহায়ক হতে পারে।

১) প্রশ্নঃ মেয়েদের থেকে ছেলেদের শরীরের রক্ত কতটা বেশি থাকে?
উত্তরঃ প্রায় ০.৫ লিটার বেশি রক্ত থাকে ছেলেদের শরীরে।

২) প্রশ্নঃ থাইল্যান্ড কথাটির বাংলা মানে কী?
উত্তরঃ থাইল্যান্ড মানে হলো মুক্তভূমি।

৩) প্রশ্নঃ জোয়ারের ঠিক কত ঘন্টা পর ভাটা হয়?
উত্তরঃ জোয়ারের ঠিক ৬ ঘন্টা ১৩ মিনিট পর ভাটা হয়।

৪) প্রশ্নঃ ৬০ বছর পূর্ণ হওয়ার উৎসবকে কী বলা হয়?
উত্তরঃ হীরক জয়ন্তী।

৫) প্রশ্নঃ বুলেট ট্রেনকে বাংলাতে কি বলা হয়?
উত্তরঃ উচ্চগতির রেল।

Image

৬) প্রশ্নঃ ভারত থেকে কোন ফল সব থেকে বেশি রপ্তানি করা হয়?
উত্তরঃ ফলের দিক দিয়ে কলা ভারত থেকে সবথেকে বেশি রপ্তানি করা হয়।।

৭) প্রশ্নঃ মানুষের শরীরের সমস্ত রক্তনালী যোগ করলে পৃথিবীতে কতবার জড়ানো যাবে?
উত্তরঃ ২.৫ বার।

৮) প্রশ্নঃ মাঝিদের ইংরেজিতে কী বলা হয়?
উত্তরঃ বোটম্যান (Boatman) বা ওয়াটারম্যান (Waterman)।

৯) প্রশ্নঃ পিসিকালচার বলতে কি বোঝায়?
উত্তরঃ মৎস্য চাষকে পিসিকালচার বলা হয়।

Image

১০) প্রশ্নঃ জানেন কাকে মশলার রানী বলা হয়?
উত্তরঃ সবুজ এলাচকে মশলার রানী বলা হয়। যা বিশ্বের তৃতীয় ব্যয়বহুল মশলা।