এই দেশটির জনসংখ্যা মাত্র তিনজন; জানেন কোথায় অবস্থিত?

পৃথিবীতে ১৯৫টি দেশ আছে, যার মধ্যে এমন একটি স্বাধীন সার্বভৌম দেশ রয়েছে যে দেশের জনসংখ্যা কেবলমাত্র তিনজন। শুধু তাই নয় এদেশের নিজস্ব রাজধানী, পাসপোর্ট, মুদ্রা ও এমনকি নিজস্ব পতাকাও রয়েছে। এই দেশটির নাম ‘প্রিন্সিপ্যালিটি অফ সিল্যান্ড’, যা বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম রাষ্ট্র হিসেবে পরিচিত। 

এই দেশটির আয়তনের কথা বললে মাত্র ৫৫০ স্কয়ার মিটার নিয়ে তৈরি। ইংল্যান্ডের উত্তর সাগরে এই দেশটির অবস্থান। এই দেশটির একটি রাজধানী রয়েছে, যার নাম এইচ এম ফোর্ট রাফস। দেশটির ভাষা মূলত ইংরেজি এবং মুদ্রার নাম সিল্যান্ড ডলার। তবে এই মুদ্রা আর কোনও দেশে চলে না।

জানা গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত একটি সমুদ্র বন্দর এটি। জার্মান সেনারা যেকোনো সময় ইংল্যান্ড আক্রমণ করতে পারে বলে এমন আশঙ্কা থেকেই ব্রিটিশ সেনাবাহিনী ইংল্যান্ডের উপকূল ভাগে সমুদ্র দুর্গ বানানোর পরিকল্পনা করেছিল। সেই পরিকল্পনা থেকেই উপকূল থেকে ১০ কিলোমিটার গভীরে বানানো হয়েছিল মউনশেল সি ফোর্ড।

এই জায়গা থেকে শত্রুপক্ষের যুদ্ধ জাহাজগুলির উপর নজরদারি চালানো হতো। কখনো কখনো শত্রু জাহাজ গুলির ওপর আক্রমণ পরিচালনারও কাজ চলত। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ব্রিটিশ সেনারা অসংখ্য দুর্গ বানিয়েছিল কিন্তু যুদ্ধ শেষ হলে সেই সকল দুর্গের মতো এই দুর্গটিকেও পরিত্যক্ত বলে ঘোষণা করে।

১৯৬৭ সালে ২ সেপ্টেম্বর ব্রিটিশ নাগরিক মেজর প্যাডাজ রায় বেটস এবং তার পরিবার এই জায়গাটির মালিক হন। তারপর তারা এটাকে একটা স্বাধীন ক্ষুদ্র রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন। পৃথিবীর কোন দেশ এখনও সিল্যান্ডকে স্বীকৃতি না দিলেও কেউ তাদের বিরোধিতাও করেনি। মোট জনসংখ্যার তিনজন বেটস পরিবারের সদস্য এবং যথাক্রমে তারা এই রাজ্যের রাজা, রানী ও রাজপুত্র।