GK কুইজ : ভারতের কোন ভাষাটি উল্টো করে লিখলেও সোজা দেখায়?

এমন কোন ভারতীয় ভাষা রয়েছে যা উল্টো করে লিখলেও সেটা দেখায়?

General Knowledge Quiz: প্রত্যেক ছাত্র-ছাত্রী কোন কলেজ শেষ করার পর তারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে থাকে। এই সময় তাদের বিশেষভাবে কারেন্ট অ্যাফেয়ার্স ও সাধারন জ্ঞানের প্রশ্নগুলি জেনে রাখা উচিত। তবে ইন্টারভিউতে কখনো কখনো সিলেবাসের বাইরে থেকেও প্রশ্ন করা হয়, যেগুলো আপনার জেনে রাখা উচিত।

১) প্রশ্নঃ কোন প্রাণী একই সময়ে দুটি ভিন্ন দিকে তাকাতে পারে?
উত্তরঃ গিরগিটি।

২) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি হাতি রয়েছে?
উত্তরঃ কর্নাটক। সমগ্র ভারতের প্রায় ২২ শতাংশ হাতি কর্নাটকে পাওয়া যায়।

৩) প্রশ্নঃ ভারতকে কবে পোলিও মুক্ত দেশ হিসেবে ঘোষণা করা হয়েছিল?
উত্তরঃ ২০১৪ সালের ২৭শে মার্চ।

৪) প্রশ্নঃ বায়ুমন্ডলের কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ কত?
উত্তরঃ ০.০৩%।

৫) প্রশ্নঃ সূর্য থেকে আসা কত শতাংশ আল্ট্রাভায়োলেট রশ্মি পৃথিবীতে পৌঁছানোর আগে ওজোন স্তর দ্বারা অবরুদ্ধ হয়?
উত্তরঃ ৯৯%। এই রশ্মি মানুষ ও প্রাণীর জন্য খুবই ক্ষতিকর যা ওজোন স্তর আমাদের রক্ষা করে।

৬) প্রশ্নঃ জলের মাধ্যমে প্রধানত কি কি রোগ ছড়ায়?
উত্তরঃ ডায়রিয়া, জন্ডিস, টাইফয়েড জ্বর এই তিনটি রোগের প্রধান কারণ দূষিত জল।

৭) প্রশ্নঃ কেন আমরা সূর্যের বিস্ফোরণ শুনতে পায়না?
উত্তরঃ কারণ সূর্য ও পৃথিবীর মধ্যে কিছু দূরত্বের পর কোন বায়ুমণ্ডল থাকে না।

৮) প্রশ্নঃ কোন গ্যাস বায়ুমন্ডলের তাপমাত্রা বাড়ায়?
উত্তরঃ কার্বন ডাই অক্সাইড।

৯) প্রশ্নঃ জলকে বিশুদ্ধ করা একটি উপাদানের নাম?
উত্তরঃ ক্লোরিন।

১০) প্রশ্নঃ নালন্দা বিশ্ববিদ্যালয় ভারতের কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ বিহার।

১১) প্রশ্নঃ কে আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ রাস বিহারী বসু।

১২) প্রশ্নঃ মধুতে কোন জাতীয় চিনি পাওয়া যায়?
উত্তরঃ ফ্রুক্টোজ।

১৩) প্রশ্নঃ ভাইরাস নিয়ে গবেষণা করার অধ্যয়নকে কী বলে?
উত্তরঃ ভাইরোলজি।

১৪) প্রশ্নঃ ভারতের কোন শহরে প্রথম মেট্রো চালু হয়েছিল?
উত্তরঃ কলকাতা।

১৫) প্রশ্নঃ ভারতের কোন ভাষাটি উল্টো করে লিখলেও সোজা দেখায়?
উত্তরঃ মালায়ালাম (Malayalam)। আপনি যদি ইংরেজিতে মালায়ালাম ভাষাটি উল্টো করে লেখেন তাও সোজা দেখাবে।