ইনস্টাগ্রামের ভুল ধরিয়ে ফেসবুক থেকে ২২ লক্ষ টাকা পুরস্কার পেলেন এই ভারতীয় যুবক

ফলোয়ার না হয়েও যে কারোর ইনস্টাগ্রাম একাউন্ট থেকে তার ব্যক্তিগত নানান তথ্য (আর্কাইভ করা পোস্ট, স্টোরি, রিল এবং আইজি টিভি) জানা যায়। এমনকি প্রাইভেট প্রোফাইলের ক্ষেত্রেও। বলতে গেলে এই ব্যাপারটি হাতের মুঠোয়। এর ফলে কোটি কোটি ইনস্টাগ্রাম ইউজার সমস্যার মুখোমুখি পড়তেন। এবার ইনস্টাগ্রামের সেই ত্রুটি ধরিয়ে ফেসবুক থেকে ২২ লক্ষ টাকার পুরস্কার পেলেন এক ভারতীয় যুবক।

How to Add Link (Swipe Up) to Instagram Stories | Followrio

জানা গেছে ওই যুবক পেশায় একজন হ্যাকার, ময়ূর ফারতাদে মহারাষ্ট্রের সোলাপুরের বাসিন্দা। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই ইন্সটাগ্রামের খুঁটিনাটি বিষয়গুলি নিয়ে পরীক্ষা করছিলেন। পরীক্ষা-নিরীক্ষা করতে এই ব্যাপারটি তার নজরে আসে। ইনস্টাগ্রাম ইউজারদের ব্যক্তিগত তথ্যগুলি আইডি ছাড়াই জানা সম্ভব হচ্ছিল।

21കാരന് ഫെയ്സ്ബുക് നൽകിയത് 22 ലക്ഷം രൂപ, കണ്ടെത്തിയത് വൻ സുരക്ഷാപിഴവ്! | Facebook | Instagram | Social Media | Technology | Social Media News | Malayalam Technology News | Manorama Online

এর ফলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সিকিউরিটি ব্যাপার নিয়ে বড়োসড়ো ফাঁদ তৈরি হয়। পুরো বিষয়টি ফেসবুক কর্তৃপক্ষকে জানায় ময়ূর নামে ওই যুবক। এরপরই মার্ক জুকারবাগের ফেসবুক কর্তৃপক্ষ ময়ূরের পরিবারের সাথে যোগাযোগ করে। ওই সমস্যাটি নিষ্ক্রিয় করার পর ২২ লক্ষ টাকার পুরস্কার পান। 

যদিও এই ঘটনা প্রথমবার নয়, এর আগেও বিভিন্ন সরকারি ওয়েবসাইটে ভুল ধরানোর জন্য পুরস্কার পেয়েছিলেন ওই যুবক। এরপর ফেসবুকের পক্ষ থেকে একটি পোস্টে সেই ঘটনার কথা তুলেও ধরা হয়েছে।