এই ৫ জন ব্যাটসম্যানের সেঞ্চুরিতে সবচেয়ে বেশি বার হেরেছে ভারতীয় দল

একজন ব্যাটসম্যানের পক্ষে সেঞ্চুরি হাঁকানো যতটা আনন্দদায়ক হয়ে থাকে তার থেকেও বেশি দুঃখের হয় যখন সেই সেঞ্চুরিটি ব্যর্থ হয় অর্থাৎ সেঞ্চুরি করা সত্ত্বেও যখন দল হেরে যায়। অনেক ব্যাটসম্যানকে দেখা গেছে ক্রিজের এক প্রান্তে দাঁড়িয়ে থেকে লড়াই করতে কিন্তু শেষমেশ সেঞ্চুরি করেও তার দলকে হারের মুখ থেকে রক্ষা করতে পারেন নি। নিতান্তই এই ব্যাপারটি বেশিরভাগ “ক্রিকেট ঈশ্বর” শচীন টেন্ডুলকারকে মুখোমুখি হতে হয়েছিল। 

আজকের প্রতিবেদনে রয়েছে, যে ৫ জন ব্যাটসম্যানের সেঞ্চুরিতে সবচেয়ে বেশি বার হেরেছে ভারতীয় দল! চলুন তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক –

১) শচীন টেন্ডুলকার: ১৪ বার

From Sachin Tendulkar to Manika Batra, Indian athletes celebrate Independence Day 2018

দুই দশকের বেশি ধরে দুর্দান্তভাবে ৪৬৩টি ওডিআই ম্যাচে শচীন টেন্ডুলকার ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। তার ধারাবাহিকতায় তার ক্যারিয়ারকে দীর্ঘায়িত করেছিল। বেশিরভাগ সময়ই তার ব্যাটিং দক্ষতা ভারতের জয়ের গৌরব অর্জন করে। ওডিআইতে তার ৪৯টি সেঞ্চুরি রয়েছে যার মধ্যে ১৪টি ব্যর্থ হয়।

২) বিরাট কোহলি: ৭ বার

Virat Kohli revives India's innings with determined century - The Week

বর্তমান ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান হয়ে উঠেছেন। সীমিত ওভারের ক্রিকেটে তার পরিসংখ্যান অতুলনীয়। এখনো পর্যন্ত ২৪৮টি ওডিআই ম্যাচে ৬০ কাছাকাছি গড় নিয়ে ৪৩টি সেঞ্চুরি হাঁকিয়েছেন, যার মধ্যে ৭টি সেঞ্চুরি কোন কাজে আসেনি।

৩) রোহিত শর্মা: ৭ বার

India vs West Indies 4th ODI: Hosts ride on Rohit Sharma special to take series lead in Mumbai

রোহিত শর্মা ওডিআই ক্যারিয়ারে গত কয়েক বছর ধরে দুর্দান্ত ফর্মে রয়েছেন। একজন ওপেনার হিসেবে তিনি ধারাবাহিকভাবে রান করে চলেছেন এবং ভারতীয় দলের অন্যতম ব্যাটিং স্তম্ভ। এখনো পর্যন্ত ২২৪ ওডিআই ম্যাচে ২৯টি সেঞ্চুরি হাঁকিয়েছেন, যার মধ্যে ৭টি সেঞ্চুরি করার পরেও হতাশ হতে হয় তাকে।  

৪) শিখর ধাওয়ান: ৪ বার

Shikhar Dhawan century in 100th ODI: One for the record books | Sports News,The Indian Express

শিখর ধাওয়ান গত কয়েক বছরের ওপেনার হিসেবে দুর্দান্ত পারফর্ম করে চলেছেন। এর ফলে রোহিতের সাথে একটি মজবুত ওপেনিং জুটি তৈরি হয়েছে। ভারতীয় দলের হয়ে তিনি ১৩৬ ওডিআই ম্যাচ খেলে ৫ হাজারেরও বেশি রান করেছেন – যার মধ্যে রয়েছে ১৭টি সেঞ্চুরি কিন্তু তার মধ্যে ৪টি সেঞ্চুরিতে ভারতীয় দল হারে।  

৫) রাহুল দ্রাবিড়: ৪ বার

Happy Birthday 'Jammy' Rahul Dravid- Unknown facts and records - The Truth One

প্রাক্তন অধিনায়ক রাহুল দ্রাবিড় ভারতীয় দলের অন্যতম ব্যাটিং স্তম্ভ ছিলেন যে কারণে তাকে দ্য ওয়াল নামেও ডাকা হতো। একজন দক্ষ টেস্ট ক্রিকেটার হলেও তার নামে ১০ হাজারের বেশি ওডিআই রান রয়েছে। ভারতের হয়ে তিনি ৩৪৪ ম্যাচে ১২টি সেঞ্চুরি করেছেন, যার মধ্যে ৪টি সেঞ্চুরি ব্যর্থ হয়।