আইসিসির ফাইনালে মোট পাঁচ বার পরাজয়ের সাক্ষী থেকেছে ভারতীয় দল

২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর একটিও আইসিসির ফাইনাল জিততে পারেনি ভারতীয় দল। এবারেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে  নিউজিল্যান্ডের কাছে পরাজিত হয়। গত ৮ বছরে কয়েকবারই আইসিসির নকআউট পর্ব থেকে বিদায় নিয়েছে। 

আজকের প্রতিবেদনে রয়েছে, ভারতীয় ক্রিকেটের ইতিহাসে মোট ৫ বার আইসিসির ফাইনালে পরাজিত হওয়ার ঘটনা ঘটেছে:-

১) ২০০০ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি:

Brydon Coverdale on David Trist, New Zealand's coach during their ICC Knockout triumph in 2000

২০০০ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে সৌরভ গাঙ্গুলীর দুর্দান্ত শতরানের দৌলতে ২৬৪ রান তোলে। এরপর নিউজিল্যান্ড এক পর্যায়ে ৮২ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল। তবে ক্রিস কেয়ার্নসের দুরন্ত সেঞ্চুরিতে স্বপ্নভঙ্গ হয় ভারতের।    

২) ২০০৩ আইসিসি বিশ্বকাপ:

২০০৩ আইসিসি বিশ্বকাপে গোটা টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করার পর ফাইনালে মুখ থুবড়ে পড়ে। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় সৌরভ গাঙ্গুলী।   

Sachin's new take on old World Cup wound | cricket.com.au

রিকি পন্টিংয়ের দুরন্ত সেঞ্চুরিতে ৩৫৯ রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া। এরপর বীরেন্দ্র শেহবাগ ছাড়া আর কারোর ব্যাট জ্বলে ওঠে নি। ১২৫ রানের বড় ব্যবধানে পরাজিত হয়।

৩) ২০১৪ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ:

I felt like a culprit and villain' - Yuvraj Singh recalls his slow knock in 2014 T20 World Cup Final

২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ধোনির নেতৃত্বে ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হয়ে প্রথমে ব্যাট করে ২০ ওভারে মাত্র ১৩০ রান তোলে। যুবরাজ সিংহের ২১ বলে মাত্র ১২ রানের অসহায় ইনিংসটি সকলকে নিরাশ করে। এরপর শ্রীলঙ্কা সহজেই প্রয়োজনীয় রান টুকু তুলে নেয়।   

৪) ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি:

বিরাট কোহলি প্রথমবারের মতো কোনো আইসিসি টুর্ণামেন্টে নেতৃত্ব দিয়ে ফাইনালে তোলেন। টসে জিতে ফিল্ডিং নেন এবং ফাখার জামানের দুর্দান্ত সেঞ্চুরিতে পাকিস্তানি দল ৩৩৮ রান খাড়া করে।  

On this day, Mohammad Amir's spell of fire stunned India in 2017 Champions Trophy final | Cricket News – India TV

এরপর মোহাম্মদ আমিরের আগুন বোলিংয়ে ভারতীয় টপ অর্ডারেরা একে একে ফিরে যান। হার্দিক পান্ডিয়া সর্বোচ্চ চেষ্টা করলেও ১৫৮ রানের বেশি তুলতে পারেনি ভারতীয় দল।  

৫) ২০২১ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল:

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে প্রথম স্থান অর্জন করে ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়। তবে কিউইদের কাছে প্রতিটি বিভাগেই পিছিয়ে পড়ে কোহলিরা।  

World Test Championship: Virat Kohli defends decision to play 2 spinners after India final to New Zealand - Sports News

ওদের ফাস্ট বোলারদের সামনে ভারতীয় ব্যাটসম্যানেরা ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেন নি। এরপর দ্বিতীয় ইনিংসে ১৩৯ রান তাড়া করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে চ্যাম্পিয়ন্স হয় তারা।