বিশ্বের ৫টি দল যারা আইসিসির ফাইনালে সর্বাধিক বার পরাজিত হয়েছে

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নিউজিল্যান্ডের কাছে জঘন্য ভাবে হারার পর এই শিরোনামটি খবরের পাতায় পাতায় ঘুরতে এখন। ২০১৩ সালের পর ভারতীয় দল আর কখনোই আইসিসির ফাইনালে চ্যাম্পিয়ন হতে পারেনি।  

তবে কেবল ভারত একা নয়, আরো অনেক দল রয়েছে যারা বহুবার আইসিসির ফাইনালে পৌঁছেও পরাজিত হয়েছে। সেই ৫টি দল সম্পর্কে আলোচনা করা হলো:-

১) ইংল্যান্ড: ৬ বার পরাজয়

(১৯৭৯ বিশ্বকাপ, ১৯৮৭ বিশ্বকাপ, ১৯৯২ বিশ্বকাপ, ২০০৪ চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি ও ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ)

Stokes' mother unknowingly broadcast on NZ radio | cricket.com.au

আইসিসি ট্রফি জয়ের ক্ষেত্রে ইংল্যান্ডের ভাগ্য খুব একটা সাথ দেয়নি। এখনো অব্দি তারা দুটি মাত্র আইসিসি ট্রফি, ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ জিততে সক্ষম হয়েছে। তবে আইসিসির ফাইনালে মোট ৬ বার পরাজয়ের মুখোমুখি হয়েছে।

২) ভারত: ৫ বার পরাজয়

(২০০০ চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০০৩ বিশ্বকাপ, ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি ও ২০২১ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল)

Panic Grips Indian Cricket Team After WTC Final Loss, Virat Kohli Loses  Faith In Players

ভারতীয় দল এই তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে। সর্বশেষ ধোনির নেতৃত্বে ২০১৩ সালে আইসিসির ফাইনালে চ্যাম্পিয়ন হয়। এরপর টানা পরাজয়ে এখন বিরাট কোহলির অধিনায়কত্ব নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন।

৩) শ্রীলংকা: ৪ বার পরাজয়

(২০০৭ বিশ্বকাপ, ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ বিশ্বকাপ ও ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপ)

After declaring Sri Lanka sold 2011 World Cup final to India, minister says  it's his suspicion | Cricket News - Times of India

বিগত কয়েক বছর ধরে শ্রীলঙ্কার ক্রিকেটের জনপ্রিয়তা অনেকটাই হ্রাস পেয়েছে। একসময়ের শ্রীলংকা ছিল একটি দুর্দান্ত দল। তবে বেশ কয়েকটি আইসিসির টুর্নামেন্ট জিতেছে এবং আজ অব্দি ৪ বার তারা পরাজয়ের মুখোমুখি হয়েছে।

৪) অস্ট্রেলিয়া: ৩ বার

(১৯৭৫ বিশ্বকাপ, ১৯৯৬ বিশ্বকাপ ও ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপ)

Men's draw for 2020 World Cup revealed | cricket.com.au

অস্ট্রেলিয়া ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল দল। তারাই সবচেয়ে বেশি ওয়ানডে বিশ্বকাপ (৫ বার) জিতেছে, তবে আইসিসির ৩টি ফাইনালও হেরেছে। জানিয়ে রাখি, অস্ট্রেলিয়া টানা তিনবার ওয়ানডে বিশ্বকাপ জয়ের রেকর্ড করেছে।

৫) ওয়েস্ট ইন্ডিজ: ৩ বার

(১৯৮৩ বিশ্বকাপ, ১৯৯৮ চ্যাম্পিয়ন্স ট্রফি ও ২০০৬ চ্যাম্পিয়ন্স ট্রফি)

W.I. needs mental toughness against Afghanistan – Holder. - Nationwide 90FM

একসময় ক্রিকেট বিশ্বে রাজত্ব করত ওয়েস্ট ইন্ডিজ দল। কিন্তু সময় যত এগিয়েছে দলটি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছে। প্রথম দুটি আইসিসি আয়োজিত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় এবং তার পরেও ফাইনালে উঠেছিল তবে ভারতের কাছে পরাজিত হয়। তবে বর্তমানে সীমিত ওভারের ব্যাটসম্যানদের কারণে ওয়েস্ট ইন্ডিজ দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের শিরোপা পেয়েছে।