টেস্টের ইতিহাসে লজ্জার রেকর্ড গড়লো ভারতীয় দল, দেখে নিন সর্বনিম্ন পাঁচটি স্কোর

অ্যাডিলেড: বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় দল গড়লো টেস্ট ক্রিকেটের ইতিহাসে লজ্জার রেকর্ড। প্রথম টেস্টের তৃতীয় দিনে ভারতীয় দল ৬২ রানে লিড পেলেও বিশেষ কিছু লাভ হয়নি। দ্বিতীয় ইনিংসে জোশ হ্যাজলউড ও প্যাট কামিন্সের সামনে মাত্র ৩৬ রানেই গুটিয়ে যায় পুরো ভারতীয় দল। সহজেই ৯০ রানের লক্ষ্যমাত্রা পূরণ করে ১-০ তে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। এর আগে ১৯৭৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে ভারতের সর্বনিম্ন স্কোর ছিল ৪২।

আজকের প্রতিবেদন রয়েছে, টেস্ট ক্রিকেটের ইতিহাসে ভারতীয় দলের সর্বনিম্ন ৫টি স্কোর! এবার দেখে নেওয়া যাক :-

১) অস্ট্রেলিয়ার বিপক্ষে: ৩৬ রান

Twitterati Are Trolling Virat Kohli After His Poor Show In First Test  Against New Zealand

টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটিই ভারতীয় দলের সর্বনিম্ন স্কোর – যা একটি লজ্জার রেকর্ড! প্রথম ইনিংসে ৬২ রানের লিড নিয়ে ভারতীয় দল বেশিদূর এগোতে পারেনি। দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানে গুটিয়ে যায় বিরাট কোহলির দল। কেউই দুই অঙ্কের রান পাননি, দলের সর্বোচ্চ স্কোর করেন মায়াঙ্ক আগরওয়াল (৯ রান)।

২) ইংল্যান্ডের বিপক্ষে: ৪২ রান

14 Facts about Eknath Solkar: India's fielding legend

৪৬ বছর আগে লর্ডসের লজ্জার রেকর্ড ভেঙ্গে আজ নতুন রেকর্ড গড়েছে ভারতীয় দল। ১৯৭৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৬২৯ রানের ফলো অন করতে না পারায় দ্বিতীয় ইনিংসে ফের ব্যাট করতে নেমে ভারতীয় দল। প্রথম ইনিংসে ৩০৫ রান করলেও দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় মাত্র ৪২ রানে। দলের হয়ে সর্বোচ্চ স্কোর করেন একনাথ সলকার (অপরাজিত ১৮ রান)

৩) অস্ট্রেলিয়ার বিপক্ষে: ৫৮ রান

Lala Amarnath: Colourful, controversial, India's first Test centurion -  Cricket Country

এই তালিকায় ফের একবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়ে ভারতীয় দল সর্বনিম্ন স্কোর করে। ১৯৪৭ সালে ব্রিসবেনে অস্ট্রেলিয়া প্রথমে ৩৮২ রান করে। এরপর ভারতীয় দল প্রথম ইনিংসে ৫৮ রানে গুটিয়ে যায়। আবারও ব্যাট করতে নেমে ৯৮ রানে অলআউট হয়। প্রথম ইনিংসে ভারতীয় দলের হয়ে সর্বোচ্চ স্কোর করেন অধিনায়ক লালা অমরনাথ (২২ রান)।

৪) ইংল্যান্ডের বিপক্ষে: ৫৮ রান

Vijay Manjrekar: Champion of the hook shot and fearless against the fastest  of bowlers - Cricket Country

এই তালিকায় আরও একবার ইংল্যান্ডের মুখোমুখি হয়ে সর্বনিম্ন দলীয় স্কোর করে ভারত। ১৯৫২ সালে ম্যানচেস্টারে ইংল্যান্ড প্রথমে ৩৪৭ রান সংগ্রহ করে। এরপর ভারতীয় দল প্রথম ইনিংসে ৫৮ রানে গুটিয়ে যায়। ফের আবার ব্যাট করতে নেমে ৮২ রানে অলআউট হয়। প্রথম ইনিংসে ভারতীয় দলের হয়ে সর্বোচ্চ স্কোর করেন বিজয় মাঞ্জরেকার (২২ রান)।

৫) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে: ৬৬ রান

Rahul Dravid turns 45: Relive 'The Wall's' top 5 innings | Sports News,The  Indian Express

ভারতীয় দলের পঞ্চম সর্বনিম্ন স্কোরটি হলো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ১৯৯৬ সালে ডারবানে চতুর্থ ইনিংসে ৩৯৪ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ভারতীয় দল মাত্র ৬৬ রানে গুটিয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ স্কোর করেন রাহুল দ্রাবিড় (অপরাজিত ২৭ রান)।