পকেটে ৩০০ টাকা নিয়ে বাড়ি ছাড়া ছেলেটি আজ দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিকে কাঁপাচ্ছেন

অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে বাড়ি ছাড়েন এই দক্ষিণ সুপারস্টার

যতসময় যাচ্ছে ততই যেন ফুলে ফেঁপে উঠছে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি। আর সবার প্রথমেই দক্ষিণী সুপারস্টারদের কথাই মনে আসে। এমনই এক স্টার হলেন যশ (Yash)। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত দক্ষিণী ছবি কেজিএফের (KGF) পর থেকেই তার ক্যারিয়ারের গ্রাফ ঊর্ধ্বমুখী হতে শুরু করে। আজ তার ফ্যান ফলোয়ার্স কোটিতে, তবে তার এই সাফল্য চট করে আসেনি। কীভাবে মাত্র ৩০০ টাকা নিয়ে বাড়ি থেকে পালিয়ে আজ এত বড় স্টার।  

হাসান নামক গ্রামে একেবারেই নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন যশ। তার বাবা ছিলেন এক সাধারণ বাস কনডাক্টর, আর মা গৃহবধূ। যশের আসল নাম নবীন কুমার গৌঢ়া। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল অভিনেতা হওয়ার। ছোটবেলা থেকেই অর্থকষ্ট মধ্যেই বেড়ে ওঠেন তিনি। তবুও তিনি তার স্বপ্নকে ভুলে যাননি।  

এ বিষয়ে যশ এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ‘আমি ছোটবেলা থেকেই অভিনেতা হতে চেয়েছিলাম। একজন অভিনেতার উপর সকলের নজর থাকে। সেই কারণেই বাড়ির সামনে ‘যেমন খুশি তেমন সাজো’ প্রতিযোগীতায় অংশ নিতাম। নিয়মিত নাচও করতাম। এটা আমার খুব ভালো লাগত। এভাবেই আমার যাত্রাটা শুরু হয়েছিল। আর আজ আমি এই জায়গায়।’

এ বিষয়ে তিনি আরো বলেন, তার শুধু অভিনেতার হওয়া নয়, স্বপ্ন ছিল সুপারস্টার হওয়ারও। তার মতে ‘ছোটবেলায় ক্লাসে যখন কাউকে জিজ্ঞেস করা হত যে তারা বড় হয়ে কী হতে চায় অনেকে বলত মহাকাশচারী বা অন্য কিছু, কিন্তু আমি শুধু বলতাম অভিনেতা হতে চাই, আর এটা শুনে সবাই খুব হাসাহাসি করত। কিন্তু আমার নিজের উপর বিশ্বাস ছিল যে একদিন আমি বড় অভিনেতা হবোই’। 

তিনি তার মা-বাবাকে স্বপ্নের কথা জানালে তারা এতে রাজি হননি। তাই সেদিন পকেটে মাত্র ৩০০ টাকা নিয়ে বাড়ি ছাড়েন। এভাবেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে পদার্পণ, তার ছিল না কোনও গডফাদার। তিনিও হাল ছাড়ার পাত্র নন বলেই আজ ৫৩ কোটি টাকার মালিক। তার ‘কেজিএফ’ ও ‘কেজিএফ ২’ কয়েক হাজার কোটির ব্যাবসা করেছে এবং তাই দক্ষিণ ইন্ডাস্ট্রির সেরা সুপারস্টারদের মধ্যে ‘রকি ভাই’ অন্যতম।